অনলাইন
জুলাই-আগস্ট আন্দোলন
লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ২:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:২৭ অপরাহ্ন
জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার পর লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন ২৫ মে জমার দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নের্তৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
ছয় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলার এদিন তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ছিল। তবে তদন্ত কাজে নতুন তথ্য হাতে আসায় নতুন করে সময় চেয়ে আবেদন করা হয়।
প্রসিকিউটর মিজানুল বলেন, ‘তদন্ত পর্যায়ে একটা ভিডিও উদ্ধার করা হয়েছে। সেখানে কারা কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা দেখা যাচ্ছে। বিচার বিলম্বিত নয়, ন্যায়বিচারের স্বার্থে এই সময় নেয়া হয়েছে।’
গত ১৫ এপ্রিল এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়। তারা হলেন-সাবেক এডিসি শহীদুল ইসলাম ও আব্দুল্লাহ হিল কাফি ও ওসি আরাফাত হোসেন।
হত্যার পর লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দু’টি অভিযোগ করা হয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনকে সেখানে আসামি করা হয়। দু’জনের পরিবারের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান অভিযোগ দুটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, সাত আসামির নির্দেশে অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাদের হত্যা করে। পরে তাদের লাশ আগুনে পুড়িয়ে সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে।’