ঢাকা, ৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতের চিফ অব স্টাফের একান্তে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(১ সপ্তাহ আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৪:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

ভারতে সামরিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সামরিক নেতৃত্বের সঙ্গেও আলোচনা চলছে। রোববার এমনই একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দিল্লির বাসভবনে।

সংবাদ সংস্থা সূত্রের খবরে বলা হয়েছে, রোববার বিকেলে রাজনাথের দিল্লির বাসভবনে পৌঁছে যান চিফ অব স্টাফ জেনারেল অনিল চৌহান। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে তাদের। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পহেলগাঁওয়ে নৃশংস হত্যালীলার পরে পাকিস্তানকে জবাব দিতে কী কী গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে দু’জনের। তবে ওই আলোচনার কোনও তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। চিফ অব স্টাফের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে গত চারদিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখ বরাবর গুলি বিনিময় চলছে। রোববার রাতে টানা চতুর্থ দিনের মতো নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি ভারতীয় পোস্টে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী বলে অভিযোগ করেছে ভারত।  সোমবার সকালে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ২৭-২৮ এপ্রিল রাতে পাকিস্তানি সেনাবাহিনীর পোস্টগুলি কুপওয়ারা এবং পুঞ্চ জেলার বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা উস্কানিতে ছোট অস্ত্রে মাধ্যমে গুলিবর্ষণ শুরু করে। ভারত ‘দ্রুত এবং কার্যকরভাবে’ জবাব দিয়েছে বলে জানানো হয়েছে।

গত সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হবার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।‌ উভয় দেশ পরষ্পরের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। নিয়মিত বাকযুদ্ধও চলছে।

পাঠকের মতামত

BANGLADESHI MUSLIM TO BESHI KOYTA PAK BAHINIR JAROJ SANTAN . KITU KOI ODER MAYERA KAKHANO PROOF DEY NA .

Too much
২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১০:০৭ অপরাহ্ন

ভারত আজ পর্যন্ত কোন প্রমান উপস্থাপন করে নাই বা করতে পারে নাই যে ঐ হামলা পাকিস্তানের সহায়তায় হয়েছে। ওদের এটা চিরাচরিত একটা দোষ যে কোন সন্ত্রাসী হামলা হলেই চোখ বন্ধ করে পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দেওয়া।

আবদুল্লাহ
২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৭:০৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status