ঢাকা, ৭ মে ২০২৫, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এনসিপি নেতাকর্মীরা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে

(৫ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ৯:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:১১ অপরাহ্ন

mzamin

বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা এস এম মিল্লাত হোসেনকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছ এনসিপি নেতাকর্মীরা। সোমবার রাত আটটায় শহরের শেরপুর রোডস্থ ইয়াকুবিয়া মার্কেটের তার চেম্বারে রোগী দেখার সময় এনসিপি নেতাকর্মীরা তার সাথে এ ঘটনা ঘটায়। এস এম মিল্লাত স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক।

জানা গেছে, প্রতিদিনের মতো বিকেল থেকে এসএম মিল্লাত তার চেম্বারে রোগী দেখছিলেন। রাত ৮টা নাগাদ এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক ডা. আবদুল্লাহ আল সানির নেতৃত্বে ১৫-২০ জন নেতা-কর্মী চেম্বারে গিয়ে তাকে ধরে বাইরে নিয়ে আসেন। এরপর তাকে টেনেহিঁচড়ে ডিবি কার্যালয়ে সোপর্দ করা হয়। 

এনসিপি নেতা ডা. আব্দুল্লাহ আল সানি বলেন, মিল্লাত একজন কট্টর আওয়ামী লীগ নেতা। তিনি ছাত্রলীগকে আর্থিকভাবে সহায়তা করে পুনর্বাসন করছেন। আগের বছরগুলোতে তিনি বিএনপি ও জামায়াতপন্থী হোমিও চিকিৎসকদের ওপর নিপীড়ন চালিয়েছেন। সে একজন দেশ বিরোধী মানুষ। সে বাইরে থাকলে দেশ নিরাপদ থাকবে না। 

বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, রাত সোয়া আটটার দিকে এনসিপির নেতা-কর্মীরা মিল্লাতকে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

এই একটা কাজ NCP নেতারা নিখুঁত ভাবে করতে পারে, আর কোন কাজ ক্যালাতে পারে না।

Mohsin
৬ মে ২০২৫, মঙ্গলবার, ৯:৩৪ অপরাহ্ন

মব জাস্টিসের নামে দেশ থেকে আইনের শাসন নির্বাসনে পাঠানো হয়েছে।

প্রকাশে অনিচ্ছুক
৬ মে ২০২৫, মঙ্গলবার, ৯:৩৩ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status