ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

শিক্ষক-শিক্ষিকাদের আচমকা অভিযানে ধুন্ধুমার কালীঘাট

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে

(৪ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৫ অপরাহ্ন

mzamin

বৃহস্পতিবার থেকেই তালিকায় নাম না-থাকা শিক্ষকেরা দফায় দফায় কলকাতার স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। যোগ্যদের’ তালিকায় ঠাঁই না হওয়ায় সোমবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা। যাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরে গেলো গোটা কলকাতা জুড়ে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটে তার বাড়ির দিকে মিছিল করে যাচ্ছিলেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রী এখন দিঘায় রয়েছেন। তাছাড়া আজকের জমায়েত বা মিছিলের কোনও অনুমতিই নেওয়া হয়নি বলে পুলিশের তরফে জানা গিয়েছে। তাই যতীন দাস পার্কের কাছে হাজরা মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। প্রতিবাদে সেখানেই বসে পড়েন তারা। কেউ কেউ পুলিশের গার্ডরেল ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তিও হয় তাদের। এরই মাঝে বেশ কয়েকজন চাকরিহারাকে আটক করে পুলিশের ভ্যানে তোলা হয়। আন্দোলনকারী এক চাকরিহারা শিক্ষিকা বলেন, “আমরা খুন করিনি। ডাকাতি করিনি। আমরা পরীক্ষা দিয়েছিলাম। যোগ্যতা অর্জন করে স্কুলে চাকরি করতাম। এক রাতেই সব শেষ হয়ে গিয়েছে। লোকজন আমার দিকে সন্দেহের চোখে তাকায়। আমরা ন্যায়বিচার চাই।” ১৭২০৬ জনের মধ্যে নাম থাকলেও নতুন যে তালিকা এসএসসি ডিআই অফিসে পাঠাচ্ছে, সেখানে নাম নেই এই শিক্ষক-শিক্ষিকাদের । নাম বাদ পড়েছে ১৮০৩ জনের। মোট ১৫ হাজার ৪০৩ জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন।" কান্নাভেজা গলায় তারা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত হস্তক্ষেপ করুক বিষয়টায়। না হলে আমাদের গুলি করে মেরে ফেলা হোক।

এক চাকরিহারা শিক্ষক সৌমেন সামন্ত বলছেন, ‘‘যে কারণ দেখে আমাদের অযোগ্য বলা হচ্ছে, সেই ওএমআরে গলদের বিষয়টি এখনও প্রমাণিত হয়নি। সেই সংখ্যাটা ৫ হাজারেরও বেশি। তার আগেই আমাদের কী ভাবে অযোগ্য বলে দাগিয়ে দিচ্ছে সরকার? ‘যোগ্য’ তালিকায় কেন আমাদের নাম নেই?গত শনিবার দুপুর দুটো নাগাদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার দাবিতে তার বাড়ির সামনে পৌঁছে যান চাকরিহারারা। তবে ব্রাত্যর বাড়ির ১০০ মিটার দূরেই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় লেকটাউন থানার পুলিশ। এরপরই তারা সেখানে ধরনায় বসে পড়েন। পুলিশের তরফ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী বাড়িতে নেই। অন্য কাজে ব্যস্ত রয়েছেন। তাই তিনি দেখা করতে পারবেন না। এরপরই তারা সেখান থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা কালীঘাটে যাবেন। সেই কথা মতো হঠাৎই আজ  দুপুরেই 'কালীঘাট অভিযানের' ডাক দেওয়া হয়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status