অনলাইন
ফের আন্দোলনের হুঁশিয়ারি
গ্রেড বাড়লেও সন্তুষ্ট নন প্রাথমিক শিক্ষকরা
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৯:২১ অপরাহ্ন

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর প্রস্তাব দিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কলসালটেশন কমিটির সুপারিশ ও আদালতের রায়ের আলোকে এই উদ্যোগ নেয়া হয়। তবে এতে সন্তুষ্ট নন শিক্ষকরা।
সোমবার তিন দাবি পূরণে সরকারকে ৪ঠা মে পর্যন্ত সময় বেধে দিয়েছেন তারা। দাবিগুলো হলো- পরামর্শক কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদে শুরুর পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরিতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি।
এই তিন দাবি পূরণে সরকারকে ৪ঠা মে পর্যন্ত সময় দিয়েছে সংগঠনটি। যদি এই সময়ের মধ্যে দাবি পূরণ না হয় তাহলে ৫ই মে থেকে ২৫শে মে পর্যন্ত আংশিক কর্মবিরতি এবং ২৬শে মে থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম। তবে নতুন প্রস্তাব অনুমোদন হলে সহকারী শিক্ষকদের শুরুর বেতন গ্রেড ১২তম এবং প্রধান শিক্ষকদের দশম গ্রেড হবে।
পাঠকের মতামত
সব কিছুর মূল সমস্যা ডিপ্লোমা পাশদের ১০ম গ্রেড দেয়া। ডিগ্রি পাশ শিক্ষকদের ১১তম গ্রেড দিতেও সমস্যা?