ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

জুলাই আন্দোলনে যুক্ত ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা বিরক্তিকর: ফারুকী

স্টাফ রিপোর্টার

(৪ ঘন্টা আগে) ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৮:৪০ অপরাহ্ন

mzamin

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনায় হত্যামামলা হওয়াকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাই আন্দোলনেও জড়িত ছিলেন। এ ঘটনায় পুলিশ সঠিক তদন্ত করবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুকী বলেন, মামলা করেছে একজন ব্যক্তি। এটা রাষ্ট্রপক্ষের মামলা না। আমি বিশ্বাস করি পুলিশ সঠিক তদন্ত করবে। যেটা সত্য সেটা গ্রহণ করবে। যেটা মিথ্যা সেটা বাতিল করে দেবে। মানুষ এখন মামলা করার স্বাধীনতাও পেয়েছে।

ইরেশ যাকেরকে হত্যামামলায় আসামি করা প্রসঙ্গে তিনি বলেন, আমি এখন সরকারে আছি। অ্যাক্টিভিস্ট থাকলে অনেক কথা বলতে পারতাম। ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিল, সেটা আমি জানি। ফলে এটা গভীরভাবে একটা বিরক্তিকর ব্যাপার। মামলা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে মামলা করার স্বাধীনতা সবাই পেয়েছে। তবে কেউ কেউ এটির অপব্যবহারও করছে।
 

পাঠকের মতামত

Ore Batpar Lair. This guy must removed immediately. he is a illegal hasina biggest Dalal.

Imral
২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১০:২৭ অপরাহ্ন

হাসিনার লেসপেন্সার ফারুকী, ইন্ডিয়ার দালাল কে এই কথা বলবার জন্যেই উপদেষ্টা বানানো হয়েছে। এশিয়াটিক সোসাইটির হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, দেশের একমাত্র বিজ্ঞাপন মাফিয়া। দৈনিক আমার দেশ পত্রিকায় ইরেশ, আসাদুজ্জামান নূর দের বিগত ১৬ বছরের ধারাবাহিক দুর্নীতির প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

Hemel
২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৯:৪৬ অপরাহ্ন

আপনি যখন উপদেষ্টা হলেন, তখন অবাক হয়েছিলাম, কার বুদ্ধিতে আপনাকে উপদেষ্টা বানানো হলো। ইরেশ যাকেরের হিস্টোরি তো আমরা জানি। কেন আপনাকে উপদেষ্টা বানানো হলো তা এখন আর মানতে পারছি না, আপনার এই কথায় আবার আবাক হলাম। "মানুষ এখন মামলা করার স্বাধীনতাও পেয়েছে" এই স্বাধীনতায় আপনার কষ্ট লাগছে? আপনার গোষ্ঠীতে কেউ জুলাই আনদোলনে শহীদ হয়েছে? দরকার ছিল জুলাই আনদোলনের শহীদের পরিবার থেকে ইউনূস সাহেব কে রেখে বাকি সব উপদেষ্টা বানানো, যোগ্যতা আনুসারে। আপনি ফরুকী কোন যোগ্যতায় উপদেষ্টা হয়েছেন? আপনার বউ ফ্যাসিবাদের মুভি করেছে।

সোহাগ
২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ৯:০০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status