খেলা
মাসাকাদজার ‘দ্বিতীয় বাড়ি’ বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৪:২৫ অপরাহ্ন

দুই বছর পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনটা দুর্দান্তভাবে রাঙিয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা। প্রথম ইনিংসে আগের দিন ১০ ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন ৩ উইকেট। এই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে সম্প্রচারকারী টেলিভিশনে বাংলাদেশকে তার ‘দ্বিতীয় বাড়ি’ বলে আখ্যা দিলেন এই জিম্বাবুইয়ান ক্রিকেটার।
২০১৮তে টেস্ট ক্যাপ পাওয়ার পর খুব বেশি খেলা হয়নি মাসাকাদজার। ২০২৩-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্ট খেলে দলের বাইরে চলে যান তিনি। দুই বছর পর সেই সিলেটেই প্রত্যাবর্তন করলেন এই বাঁহাতি স্পিনার। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার অনুভব করেন, বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। জানান এখানকার নিজের পছন্দের খাবারও। আজ সম্প্রচারকারী চ্যানেলে মাসাকাদজা বলেন, ‘নিশ্চিতভাবেই (বাংলাদেশে ফিরতে ভালো লাগে)। আমার মনে হয়, এটা আমার দ্বিতীয় বাড়ি।’ ভালো লাগার ক্রিকেটীয় কারণ হিসেবে তিনি যোগ করেন, ‘বিশেষ করে স্পিনার হিসেবে এখানকার কন্ডিশন বেশ মানানসই। স্পিনাররা এখানে সুবিধা পেয়ে থাকে।’ বাটার চিকেনের প্রশংসা করে তিনি জানান, ‘এখানের বাটার চিকেনও সুস্বাদু।’ মাসাকাদজা ফিরে গেলেন সিলেট টেস্টে তার অভিষেকে। সে ম্যাচে দলের জয়ের সঙ্গে তিনি তুলে নেন ২ উইকেট। স্মৃতি রোমন্থন করে এই জিম্বাবুইয়ান ক্রিকেটার বলেন, ‘আমার টেস্ট অভিষেক এখানেই হয়েছিল। যেই প্রান্ত থেকে বোলিং শুরু করেছিলাম, সেখান থেকেই গতকাল (প্রথম দিন) করেছিলাম। কয়েক বছর টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছিলাম না। এখন ফিরে এসে ভালো কিছু করছি, এটাই ভালো লাগছে।’
সিলেট টেস্টের প্রথম দিনে বাংলাদেশ অলআউট হয় ১৯১ রানে। ইনিংসের শুরুতে পেসাররা দাপট দেখালেও পরে উইকেট নিয়েছেন স্পিনার মাসাকাদজা এবং ওয়েসলি মাধেভেরেও। সাফল্যের কৌশল জানাতে গিয়ে মাসাকাদজা বলেন, ‘আমরা এই উইকেটে সঠিক লাইনে বল করতে চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে এখানে সিমারদের জন্য কিছু সাহায্য থাকবে। সেরকমই হয়েছে। সেই সঙ্গে আমরা স্পিনাররা কিছু উইকেট পেয়েছি, যা নিশ্চিতভাবেই টেস্টের বাকি সময়টার জন্য দারুণ আভাস।’