ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

(১২ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫৫ অপরাহ্ন

mzamin

৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ১ উইকেট হারিয়ে ৫৭ রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল। 

মিরাজের ফাইফার, ২৭৩ রানে অলআউট জিম্বাবুয়ে 

বাংলাদেশের ১৯১ রানের জবাবে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া নাহিদ রানা ৩টি ও ১টি করে উইকেট নেন হাসান মাহমুদ আর খালেদ আহমেদ। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে টাইগাররা। 

বাংলাদেশের দরকার আর ১ উইকেট

অষ্টম উইকেট হিসেবে মাসাকাদজাকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। নবম উইকেটে ব্লেসিং মুজারাবানিকেও সাজঘরের পথ দেখিয়েছেন মিরাজ। এটি তার চতুর্থ উইকেট। ৭৫ ওভার শেষে ৯ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ২৫৯ রান,  এগিয়ে ৬৮ রানে।

 

থিতু ব্যাটার মায়াভোকে ফেরালেন মিরাজ

চা বিরতি শেষ করে তৃতীয় ওভারে নিয়াশা মায়াভোকে এলবিডব্লিউতে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিতে ওয়েলিংটনের শঙ্গে শলাপরামর্শ করেও শেষ পর্যন্ত সাজঘরের পথ ধরেন ব্যক্তিগত ৩৫ রানের ইনিংস খেলা মায়াভো। ৬৭.৩ ওভার শেষে ৭ উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ২১৯ রান, এগিয়ে ২৮ রানে।

  

দ্বিতীয় সেশনে লিড বাড়িয়ে চা বিরতিতে জিম্বাবুয়ে

দ্বিতীয় সেশনে চা বিরতির আগে লিড বাড়িয়ে ২২ রানে রেখেছে জিম্বাবুয়ে। ৬৪ ওভারে ৬ উইকেটে সফরকারীদের সংগ্রহ ২১৩ রান। ব্যক্তিগত ৩১ রানে থিতু ব্যাটার নিয়াশা মায়াভো। ২ রানে আরেক প্রান্তে আছেন ওয়েলিংটন মাসাকাদজা।

 

জিম্বাবুয়েকে লিড এনে দিয়ে ফিরলেন উইলিয়ামস

৫৩তম ওভারে মেহেদি হাসান মিরাজকে চার মেরে লিড এনে দেন নিয়াশা মায়াভো। এক ওভার পর ফের আক্রমণে এসে থিতু ব্যাটার শন উইলিয়ামসকে ফিরিয়েছেন মিরাজ। ব্যক্তিগত ৫৯ রানে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এই জিম্বাবুয়ে ব্যাটার। ৫৫ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ১৯৩, এগিয়ে ২ রানে।

 

মাধেভেরেকে আউট করে জুটি ভাঙলেন খালেদ

ওয়েসলি মাধেভেরেকে ব্যক্তিগত ২৪ রানে ফিরিয়েছেন খালেদ আহমেদ। ক্রিজে এসেছেন নিয়াশা মায়াভো। লিড থেকে মাত্র ১৩ রান দূরে জিম্বাবুয়ে। ৫০ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১৭৮ রান।

 

উইলিয়ামসের ফিফটিতে থিতু জিম্বাবুয়ে

পঞ্চম উইকেটে ওয়েসলি মাধেভেরেকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন শন উইলিয়ামস। দ্বিতীয় সেশনে এখন পর্যন্ত উইকেটের দেখা পায়নি টাইগাররা। ব্যক্তিগত ৫৪ রানে অপরাজিত আছেন উইলিয়ামস। ১৯ রানে আরেক প্রান্ত আগলে রেখেছেন মাধেভেরে। ৪৭ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৭০ রান, পিছিয়ে ২১ রানে।

 

রিভিউ নিয়ে আরভিনকে ফেরালেন নাহিদ

ইনিংসের তৃতীয় উইকেট তুলে নিলেন নাহিদ রানা। ক্যাচের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় স্বাগতিকরা। আল্ট্রাএজে দেখা গেল স্পট স্পাইক। এতে করে শন উইলিয়ামসের সঙ্গে ক্রেইগ আরভিনের ৪১ রানের জুটি ভাঙল। ব্যক্তিগত ৮ রানে ফিরেছেন আরভিন। ৩৮ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৩৩ রান, পিছিয়ে ৫৮ রানে। এরই সঙ্গে দেয়া হয়েছে লাঞ্চের বিরতি। 

  

দিনের শুরুতেই টানা ৩ উইকেট বাংলাদেশের

বেন কারানের পর আরেক ওপেনার ব্রায়ান বেনেটকেও সাজঘরের পথ দেখালেন নাহিদ রানা। ব্যক্তিগত ৫৭ রানে ফিরেছেন ব্রায়ান। পরের ওভারে এসে দারুন এক ইন সুইংইয়ে নিক ওয়েলশের স্ট্যাম্প ভেঙে দিলেন হাসান মাহমুদ। ২১.৩ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। সফরকারীরা পিছিয়ে ১০৩ রানে।

 

উইকেট দিয়ে দিনের শুরু বাংলাদেশের

প্রথম দিনের খেলায় স্পষ্টতই এগিয়ে ছিল জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা উইকেট দিয়ে করল বাংলাদেশ। নাহিদ রানার বলে মুমিনুল হকের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন বেন কারান। ১৮.২ ওভারে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৭৭ রান। ১২২ রানে পিছিয়ে জিম্বাবুয়ে।

 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস রয় ওয়েলশ, নিয়াশা মায়াবো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাবা ও ভিক্টর নিয়াউচি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status