খেলা
শেষ মুহূর্তের গোলে শিরোপার আশা বেঁচে থাকল রিয়ালের
স্পোর্টস ডেস্ক
(১০ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ১২:৫২ অপরাহ্ন

বল আধিপত্য আর আক্রমনে যোজন যোজন এগিয়ে থেকেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় রোববার জয়ের জন্য অল হোয়াইটদের অপেক্ষা করতে হলো যোগ করা সময় পর্যন্ত। ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ফেদেরিকো ভালভার্দের শেষ মুহূর্তের লক্ষ্যভেদে ১-০ গোলে জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ৭৪ শতাংশ বল পায়ে রাখা স্বাগতিকরা ২২টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে রাখতে পারে। ৩টির মধ্যে কেবল ১টি শট লক্ষ্যে থাকে বিলবাওয়ের। নিষেধাজ্ঞার কারনে এ ম্যাচে খেলতে না পারলেও গ্যগালারি থেকে সতীর্থদের সাহস জোগান কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের একেরপর এক আক্রমণ মিলিয়ে যাচ্ছিল সফরকারীদের রক্ষণে গিয়ে। গোলশূন্য অবস্থায় বিরতি থেকে ফিরেও একই চিত্র দেখ যায় মাঠের। এর মধ্যে ৭৯তম মিনিটে ডি বক্সের বাঁ প্রান্ত থেকে বল পেয়ে দুর্দান্তভাবে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে আক্রমণের সময় অফসাইডে ছিলেন আরেক ব্রাজিলিয়ান এন্ড্রিক। তাই ভিএআর-এর সিদ্ধান্তে বাতিল হয় গোলটি। এর কিছুক্ষণ পর সফরকারীদের বক্সের ভেতর জুড বেলিংহ্যাম ফাউলের শিকার হলে পেনাল্টির জোর আবেদন জানান স্বাগতিক দলের খেলোয়াড়েরা। তবে তা খারিজ করে দেন রেফারি। এদিন পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করলে লা লিগার শিরোপার দৌড়ে বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়ত রিয়াল মাদ্রিদ। তেমন কিছু হতে দেননি ভালভার্দে। যোগ করা তৃতীয় মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ এক ভলিতে জাল খুঁজে নেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। নিজেদের শেষ ম্যাচের এক পর্যায়ে পয়েন্ট ভাগাভাগির পরিস্থিতি তৈরি হয়ে যায় বার্সার। কাতালানরাও একইভাবে যোগ করা সময়ের গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফেরে। এদিনের জয়ে ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়েই থাকল রিয়াল মাদ্রিদ। সমানসংখ্যক ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালানরা। এবারের লা লিগা শিরোপা নিষ্পত্তি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এল ক্লাসিকোর মধ্য দিয়েই। সেক্ষেত্রে এদিন জয় ছাড়া অন্য কিছু রিয়ালের জন্য চরম দুশ্চিন্তার কারণ হত।