ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে বিসিবি, দাবি হাথুরুসিংহের

স্পোর্টস ডেস্ক

(১১ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ১১:৩১ পূর্বাহ্ন

mzamin

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদকে শারীরিকভাবে আঘাতের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আরও একবার একই দাবি করেছেন এই লঙ্কান কোচ। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে, এমনটা দাবি করেছেন হাথুরুসিংহের।
শেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির কারণ খুঁজতে পারফর্মেন্স মূল্যায়ন বোর্ড গঠন করে বিসিবি। সেখানে উঠে আসে একটি চাঞ্চল্যকর বিষয়। জানা যায়, চেন্নাইয়ে নিউজিল্যান্ড ম্যাচের আগে স্পিনার নাসুম আহমেদকে নাকি শারীরিকভাবে লাঞ্চিত করেছেন তৎকালীন কোচ হাথুরুসিংহে। গত অক্টোবরের মাঝামাঝিতে তাকে কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুরু থেকে যেভাবে ব্যাপারটি অস্বীকার করে আসছেন, ঠিক সেভাবেই আরেকবার এটিকে উড়িয়ে দিয়েছেন হাথুরুসিংহে। সম্প্রতি অস্টেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টসে এক সাক্ষাৎকারে এই ৫৬ বছর ব্যসী কোচ বলেন, ‘আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি। খেলোয়াড়দের প্রতি আবেগও দেখাইনি। যেকোনো কোচের ক্ষেত্রেই এমনটা হতে পারে। কিন্তু যা হয়েছে, তার থেকে এটি একেবারেই আলাদা। এটি আমার ওপর চাপ সৃষ্টি করছে।’ ফারুক আহমেদের দিকে আঙুল তুলে হাথুরু যোগ করেন, ‘জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত আমি কত সুযোগ মিস করেছি। তারা শুধু আমার চুক্তি বাতিলের চেষ্টা করেছে। এটি নতুন সভাপতির পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল।’ এমনকি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিসিবি তার ক্যারিয়ার শেষ করে দিয়েছে বলে দাবি করে দুই মেয়াদে প্রায় ৬ বছর টাইগারদের প্রধান কোচের দায়িত্বে থাকা হাথুরু বলেন, ‘ক্রিকেটই আমার সবকিছু। কারণ এতিই আমার ক্যারিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে।’

হাথুরুসিংহে সত্যিই নাসুমকে থাপ্পড় মেরেছিলেন কি না, সে ব্যাপারে জানা যায়নি। টাইগারদের সাবেক এই কোচের পক্ষে-বিপক্ষেও কেউ কথা বলেননি। তবে এতদিন পর তার পাশে দাঁড়িয়েছেন দুজন, বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও সহকারী কোচ নিক পোথাস। দুজনই ছিলেন তার সহকর্মী। নাসুমকে এই থাপ্পড় মারার ঘটনাকে অতিরঞ্জিত মনে হয়েছে হেরাথ ও পোথাসের কাছে। এ প্রসঙ্গে একই সংবাদমাধ্যমে ৪৭ বছর বয়সী হেরাথ বলেন, ‘আমি সরিসরি বলতে পারি যে, এমন কিছু ঘটেনি। বিশ্বকাপ চলাকালীন তার আশেপাশে অনেক ক্যামেরা ছিল। মানুষ চাইলেই বলতে পারে একটি ঘটনা ঘটেছে। তবে প্রমাণ তো থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বলছি যে এরকম কিছুই হয়নি। কারণ আমি সেখানে ছিলাম। চড় মারা ও (পিঠে) ধাক্কা দেয়া পুরোপুরি আলাদা বিষয়।’ ৫১ বছর বয়সী পোথাস বলেন, ‘আমি তাকে (হাথুরু) ভালোভাবেই চিনি। তিনি খুবই অভিজ্ঞ আন্তর্জাতিক ও পেশাদার কোচ। তিনি এরকম করলে এই পর্যায়ে টিকে থাকতে পারতেন না। আমার মতে যারাই এমন অভিযোগ করেছেন, তাদের (হাথুরুর প্রতি) কিছুটা ক্ষোভ থাকতে পারে। আর যে (নাসুম) অভিযোগ করেছে,সে হয়তো ভাবেনি যে ব্যাপারটা এভাবে বিস্ফোরিত হবে।’ 
 

পাঠকের মতামত

হাতুরুসিংহ আপনি পাপনের হাতের পাপর খেয়ে আমাদের গৌরবোজ্জল ক্রিকেট ধ্বংস করতে চেয়ে ছিলেন।আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন।

Amirswapan
২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৯:০৮ অপরাহ্ন

হাথুরু বাংলাদেশের ক্রিকেট ধংশ করে দিয়ে গেছে, বাংলাদেশ ক্রিকেট দক্ষিন এশিয়ার টাইগার হতে ছলছিল ভারত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তা সহ্য করতে পারেনি তাই হাতুরুর হাত ধরে বাংলাদেশের ক্রিকেট টীম এর আইকন তামিম মাশারাফি সাকিব মাহমুদুল্লা মুশফিক নাসির রুবেল তাসকিন এদের সবাই কে একে অন্যের বিরুদ্দ্যে ব্যবহার করেছে এতে সহযূগিতা করেছে স্বৈরাচার পাপন্দা !!!

Imran
২১ এপ্রিল ২০২৫, সোমবার, ১:১৩ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status