খেলা
নতুন চুক্তি বিরাট-রোহিতদের, কে কত পাচ্ছেন
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৪:২২ অপরাহ্ন

২০২৪-২৫ মৌসুমের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা অবসর নিলেও এই কেন্দ্রীয় চুক্তিতে তার প্রভাব পড়েনি। নতুন চুক্তিতে শীর্ষ ক্যাটাগরিতেই জায়গা পেয়েছেন এই তিন ভারতীয় ক্রিকেটার। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে তাদের সঙ্গে আছেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার জসপ্রিত বুমরাহ।
চার ক্যাটাগরিতে এবারের চুক্তিতে রাখা হয়েছে ৩৪ জনকে। ক্যাটাগরিগুলোর পারিশ্রমিক এখন পর্যন্ত বিসিসিআই আনুষ্ঠানিকভাবে না জানালেও ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মতো এবারও ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন বছরে ৭ কোটি রুপি। এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ৫ কোটি, ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৩ কোটি ও ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটারদের পকেটে ঢুকবে ১ কোটি। বর্তমান চুক্তিতে না থাকা শ্রেয়াস আইয়ার ও ইশান কিষাণ থাকছেন নতুন এই চুক্তিতে। ৩০ বছর বয়সী শ্রেয়াস রয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে।
অন্যদিকে শৃঙ্খলাভঙ্গের নানা গুঞ্জনের পর গত বছর চুক্তির বাইরে চলে যান কিষাণ। এবার চুক্তিতে ফেরায় জাতীয় দলে ফেরার আশাও উজ্জ্বল হলো তার। এই ২৬ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে এসেছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। আগেও এই ক্যাটাগরিতেই ছিলেন তিনি। তবে ২০২২-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর এক বছর মাঠের বাইরে থাকায় ‘বি’ ক্যাটাগরিতে নেমে যান ঋষভ। গতবারের কেন্দ্রীয় চুক্তি না থাকাদের মধ্যে এই নতুন চুক্তিতে জায়গা করেছেন নিতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, অভিষেক শর্মা, সরফরাজ খান, আকাশ দিপ, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। তারা সবাই একসঙ্গে রয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে।