খেলা
ভারতে বার্সা-রিয়ালের কিংবদন্তিরা, কোথায় কখন দেখবেন ‘লেজেন্ডস এল ক্লাসিকো’
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৬ অপরাহ্ন

ভারতের মুম্বাইয়ে পৌঁছে গেছেন দুই স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কিংবদন্তিরা। আজ সন্ধ্যায় বহু প্রতীক্ষিত ‘লেজেন্ডস এল ক্লাসিকো’ খেলতে নামবেন লুইস ফিগো, কার্লোস পুয়োল, পেপে, রিভালদোরা। জেনে নিন কখন কোথায় দেখা যাবে ম্যাচটি।
এই ম্যাচের জন্য গত বুধবার নিজেদের স্কোয়াড ঘোষণা করে দু’দল। জানা যায়, বার্সেলোনা লেজেন্ডসকে নেতৃত্ব দেবেন পুয়োল। দলে আছেন জাভি হার্নান্দেজ, প্যাট্রিক ক্লুইভার্ট, রিকার্ডো কোয়ারেজমার মত তারকারা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ লেজেন্ডসকে নেতৃত্ব দেবেন ফিগো। তাদের দলে আছেন মাইকেল ওয়েন, ইভান পেরেজের মতো তারকারা। ভারতে ফুটবলের জনপ্রিয়তা দেখে খুশি পুয়োল। এর আগে অনেক ইউরোপিয়ান ফুটবলাররা সেখানে গিয়ে খেলে আসলেও এবারই প্রথম অভিজ্ঞতা হবে স্পেনের এই সাবেক অধিনায়কের। তিনি বলেন, ‘এ ম্যাচটি বিশেষ হতে চলেছে। প্রথমবার ভারতে খেলার জন্য মুখিয়ে আছি।’ মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি। বাংলাদেশি সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। টিভিতে সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।