শেষের পাতা
আলোচনায় পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘ফুলকুমারী’
স্টাফ রিপোর্টার
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার
জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের নতুন বই ‘ফুলকুমারী’। বইটি ইতিমধ্যে অ্যামাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে। বইটি (Fulkumari The Tale of a Refugee and a Rat in Pandemic Paris) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। বইটি সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।
লেখক পিনাকী ভট্টাচার্য বইটির বর্তমান সাফল্যে বেশ উচ্ছ্বসিত। তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন- ‘গ্লোবাল র্যাঙ্কিং আরও একটু বেড়েছে ২০,৭১৪। তবে বেস্ট সেলার র্যাঙ্কিং এক থেকে নেমেছে দুই আর তিনে। পেপারব্যাক দুই আর হার্ড কভার তিন। এখন মনে হচ্ছে একটা রাখাই ভালো। শুধু পেপারব্যাক। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এড্রেনালিন রাস টের পাচ্ছি।’
প্যারিসে একজন বাংলাদেশি শরণার্থীর জীবন ও তার অ্যাপার্টমেন্টে একটি ছোট ইঁদুরকে কেন্দ্র করে বইটি লেখা হয়েছে। মহামারি প্যারিসের শান্ত ও নির্জন রাস্তার মধ্যে বাংলাদেশের একজন শরণার্থী। তার অ্যাপার্টমেন্টে একটি ছোট ইঁদুরের সঙ্গে নিজেকে একা দেখতে পান তিনি। তার নাম রাখেন ফুলকুমারী। ফুলকুমারীর সঙ্গে একটি কাল্পনিক চুক্তি করেন, যা অ্যারাবিয়ান নাইটসের কথা মনে করিয়ে দেয়। তাকে প্রতিদিন একটি গল্প বলে উদ্বাস্তু তার অতীতের স্তরগুলো উন্মোচন করে।
বইটি বাংলাদেশের বাতিঘর প্রকাশনীতেও পাওয়া যাচ্ছে। ১০% ছাড়ে প্রি-অর্ডার করার সুযোগ পাচ্ছেন পাঠকরা।
পাঠকের মতামত
আমার কেনার আগ্রহ আছে
অনেক অনেক শুভকামনা, পিনাকী দা।
@ জমান..আজ পর্যন্ত পিনাকির বক্তব্যর যুক্তি খণ্ডন করতে কাউকে দেখলাম না! জ্বালা,মনে বড় জ্বালা।
আমি বইটি কিনব কারণ আমি বিএনপির কর্মী না I হা হা হা
All the best
আমি নিশ্চিত বইটি আমি কিনছি না।কারণ আমি জামাত বা শিবিরের কর্মী না।হা,হা,হা।
মনে করেছিলাম ফুল কুমারীর অভিনয়ে হাসিনা ! এখন দেখছি একটি ইঁদুর ! একই অর্থ দাঁড়ায় কোন তফাৎ নেই বা দেখছি না। যার ছিল সমগ্র রাজত্ব, যার কথায় মুহূর্তে মাথা কাটা হতো মানুষের, সে এখন ইঁদুর বেসেই একটি বড় ঘরের কোন আবদ্ধ।
price please.
I'll buy one soon.