অনলাইন
মিডিয়ার ভূমিকার কারণেও দ্রব্যমূল্য বেড়ে যায় : বিচারপতি এম ইনায়েতুর রহিম
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৩:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

মিডিয়ার ভূমিকার কারণেও অনেক সময় দ্রব্যমূল্য বেড়ে যায় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
সোমবার সাইবার সিকিউরিটি আইন ও আদালত সাংবাদিকতা (এলআরএফ) ওয়ার্কশপ-২০২৪ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই বিচারপতি বলেন, অনেক সময় মিডিয়াগুলোর কারণে আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ে। আমি যখন সকাল ৮টায় যেকোনো একটা চ্যানেল খুলি, তখন তারা বলে যে আজকে খাতুনগঞ্জে পেঁয়াজের সংকট। সকাল ৮টায় যদি এই নিউজ করেন, সকাল ১০টায় দেখবেন কারওয়ানবাজারে ৩০ শতাংশ দাম বেড়ে গেছে। বিকেল বেলা যাবেন শ্যামবাজারে, দেখবেন ৪০ শতাংশ দাম বেড়ে গেছে। ফলে একটা হাহাকার বেড়ে গেল। এই নিউজগুলো তো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বেশি ছড়ায়। কেননা পেপারগুলোতো একদিন পর বের হয়।
পাঠকের মতামত
এমপির বড় ভাইয়ের কাছে আর কি আসা করা যায়।সবকিছুই দলীয়করণ
YES
We have a new market analyst !
dalal. dalal.dalal
সামনে মাননীয় প্রধান বিচারপতি এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করবেন,তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
বিচারপতি তোমার বিচার করবে যারা এ জনতা। মানবতা বিরোধী বিচারকদের জাতি স্মরণে রাখবে।
বিচারপতি মনে হয় সিইসির পরামর্শে চলছেন।
বাঞ্চোত একটা গৃহপালিত খচ্চর, এরা কোন যোগ্যতায় হাইকোর্টে প্রবেশ করে?
সহমত পোষণ করছি ।
onake mp kora hok -somoy er dabi
দলদাস এর চেয়ে নিকৃষ্ট হতে পারে জানা ছিল না। বিচার বিভাগকে এরা নাপাক করে ছাড়ল।