অনলাইন
সারা দেশে কমতে পারে বৃষ্টিপাত
স্টাফ রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১১:১৬ পূর্বাহ্ন

সারা দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ থেকে বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা কমতে পারে।’
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ওই বুলেটিনে বলা হয়।