ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

মার্কিন ব্যাংকিং প্রতিষ্ঠানে উপদেষ্টা পদে নিয়োগ পেলেন ঋষি সুনাক

মানবজমিন ডিজিটাল

(৬ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৫:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৩ অপরাহ্ন

বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস। বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতা ও নীতিমালা–সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে ব্যাংকিং খাতে অভিজ্ঞ নীতিনির্ধারকদের যুক্ত করার প্রবণতার অংশ হিসেবে গোল্ডম্যান স্যাকস এ সিদ্ধান্ত নিয়েছে। উত্তর ইংল্যান্ডের একটি আসন থেকে পার্লামেন্টের কনজেরভেটিভ  সদস্য রয়েছেন সুনাক।

২০০০ সালের গোড়ার দিকে গোল্ডম্যানে বিশ্লেষক হিসাবে কাজ করেছিলেন তিনি। এরপর বিভিন্ন হেজ ফান্ডে কাজ করেন। আর্থিক পরিষেবা খাতে  তার অতীত কর্মজীবন এবং তার স্ত্রীর পারিবারিক সম্পদের সমন্বয়ের মাধ্যমে (যার বাবা ভারতীয় আইটি পরিষেবা সংস্থা ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা ) সুনাক সবচেয়ে ধনী বৃটিশ প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। গত বছরের জুলাইয়ে বৃটেনের সাধারণ নির্বাচনে সুনাকের কনজারভেটিভ পার্টি হেরে যায়। দলটির একশো বছরের ইতিহাসে এটি ছিল সবচেয়ে খারাপ পরাজয়ের নজির। এরপর বৃটিশ প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ান সুনাক। তখন থেকেই মূলত তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন।

সম্প্রতি অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষা ও গবেষণামূলক কাজেও যুক্ত হয়েছেন বৃটেনের সাবেক এই প্রধানমন্ত্রী। গোল্ডম্যান স্যাকসের প্রধান নির্বাহী ডেভিড সলোমন বলেন, ঋষিকে আবার আমাদের সঙ্গে পেয়ে আমি আনন্দিত। তিনি আমাদের বৈশ্বিক গ্রাহকদের পরামর্শ দেবেন এবং নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক নানা ইস্যুতে সহায়তা করবেন।  
সূত্র : আল জাজিরা

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status