ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

জুলাই পদযাত্রা

কর্মসূচি বাস্তবায়ন নিয়ে খুলনায় এনসিপি’র দু’গ্রুপের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

(৪ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৮:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৩৬ অপরাহ্ন

mzamin

দেশজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামী ১১ জুলাই শুক্রবার খুলনায় যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এদিন বিকাল ৫টায় নগরীর শিবাড়ী মোড় এবং সন্ধ্যা ৭টায় পিপলস গোল চত্বরে পথসভা করবেন কেন্দ্রীয় নেতারা। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে এনসিপি’র দু’গ্রুপ খুলনা প্রেসক্লাবে আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলন করেছে।
বুধবার বেলা ১২টায় এনসিপি’র জেলা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়- শুক্রবার কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, সামান্তা শারমিন, নাসির পাটোয়ারী, তাসনিম জারা, হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা খুলনায় আসবেন। কেন্দ্রীয় নেতারা উল্লিখিত দু’টি পথসভা ছাড়াও শহীদদের কবর জিয়ারত, ৫ জন শহীদ পরিবার ও আহতদের সঙ্গে কথা বলবেন। কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ, মাইকিং, ব্যানার-ফেস্টুন দিয়ে প্রচারণা চালানো হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পথসভায় ২০-৩০ হাজার লোক সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করা হয়েছে। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার প্রধান সমন্বয়ক ও জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। এসময় যুব শক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠান নিয়ে দু’টি সংবাদ সম্মেলন কেন? এমন প্রশ্নে মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন, তাদের কমিটিই কেন্দ্র থেকে অনুমোদিত। সে কারণে তারাই এই কর্মসূচির আয়োজক।
এদিকে, একই দিন বেলা ১টায় এনসিপি’র অপর একটি গ্রুপ একই কর্মসূচি বাস্তবায়নে পাল্টা সংবাদ সম্মেলন করেন। এ সময় ছাত্র নেতা আহম্মদ হামীম রাহাত বলেন, যেহেতু মহানগর কমিটি ঘোষিত হয়নি সেহেতু সংগঠক হিসেবে জুলাই কর্মসূচি সফল করার জন্য আমাদের কর্মতৎপরতা তুলে ধরার জন্যই এখানে আসা। তিনি বলেন, মহানগরীতে ৮ থানার মধ্যে ৭টিতে আমরা কমিটি করেছিলাম। এসব প্যানেল কমিটি কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করছে। জেলা কমিটির সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। কিন্তু আমরা যে কাজ করছি তা জানান দিতেই আজকের সংবাদ সম্মেলন। তিনি জানান, শুক্রবারের কর্মসূচিতে ১৫-২০ হাজার লোক সমাগম ঘটাতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মসূচি সফল করতে বাজেট প্রসঙ্গে হামীম রাহাত বলেন, কর্মসূচিতে কোন বাজেট নেই। আমরা পায়ে হেঁটে সমাবেশস্থলে যাব।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status