অনলাইন
২৫০ কথিত অবৈধ বাংলাদেশিকে বিমানে ফেরত পাঠিয়েছে ভারত!
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৬ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৫ পূর্বাহ্ন

অভূতপূর্ব নিরাপত্তায় ভারতের গুজরাট থেকে আটক ২৫০ জন কথিত অবৈধ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভাদোদরা বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ব্যবহার করে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টিভি।
দাবি করা হয়েছে, নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানান্তরের সময় সকল বাংলাদেশি নাগরিকের হাতকড়া পরানো ছিল। রাজ্যটির বিভিন্ন স্থান থেকে বাসে করে পুলিশ পাহারায় তাদের বিমানবন্দরে আনা হয়েছিল বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গুজরাটে বসবাসকারী কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ বলে জানা গেছে। গত দুই মাসে গুজরাটে অবৈধভাবে বসবাসকারী ১,২০০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সমন্বয় করে গুজরাট সরকার সমস্ত অবৈধ বিদেশি নাগরিকদের বহিষ্কারের অভিযান জোরদার করেছে।
পাঠকের মতামত
বেয়াদব
এর মধ্যে কী mother of mafia আছো?
বাংলাদেশে অবৈধ ভাবে চাকরিরত ইন্ডিয়ানদের একই প্রক্রিয়ায় ইন্ডিয়াতে ফেরত পাঠানো হোক। ইউনুস সরকার দ্রত পদক্ষেপ নিন।
খয়রাতি আমেরিকা হতে চায় ? তোরা কি আমেরিকা যে, আমেরিকার মতো তোরা বাংলাদেশি সাজিয়ে হাতে কড়া পরিয়ে বাংলাদেশে পাঠাইতেছো ? বেয়াদপ কোথাকার !!?? মোদি আসলেই একটা বেয়াদব।
আমরা কী বাংলাদেশে বসবাসরত অবৈধ ভারতীয়দের শিকল পরিয়ে ফেরৎ পাঠাতে পারিনা ?
পায়ে পা দিয়ে সতীনের মতো জগড়া লাগাতে চাচ্ছে? ( পত্র পাঠ বিমান সহ ফেরৎ পাঠানো হউক )
What this lady type govt doing about illegal Indians in Bangladesh?