অনলাইন
ঐকমত্য কমিশন নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৮ অপরাহ্ন

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার এক সাক্ষাতে জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে অধ্যাপক রিয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ ও জাতীয় সনদ প্রণয়নের অগ্রগতি সম্পর্কে কানাডীয় প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি কানাডার আগ্রহকে স্বাগত জানান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।
আলী রীয়াজের সঙ্গে ছিলেন রাজনৈতিক উপদেষ্টা মার্কাস ডেভিস, উপদেষ্টা স্টিফেন উইভার ও সহযোগিতা বিষয়ক প্রধান।
বৈঠকে কানাডীয় প্রতিনিধিদল কমিশনের লক্ষ্য ও কর্মকাণ্ডে দৃঢ় সমর্থন প্রকাশ করেন। তারা অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও জাতীয় ঐকমত্য গঠনের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় এবং কানাডা সরকারের পক্ষ থেকে ভবিষ্যতেও সহযোগিতা ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পাঠকের মতামত
শক্তিশালী কল্যাণরাষ্ট হিসেবে বাংলাদেশকে দেখতে চাই।