অনলাইন
হবিগঞ্জ আদালতে স্কুলছাত্র হত্যার আসামির ওপর সহপাঠীদের হামলা
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
(৪ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৮:২২ অপরাহ্ন

হবিগঞ্জে রিমান্ড শুনানির জন্য হাজির করার সময় আদালতের বারান্দায় স্কুলছাত্র জনি হত্যা মামলার আসামি সাজু মিয়ার ওপর হামলা চালিয়েছে বিক্ষুব্ধ সহপাঠীরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে নিয়ে যায়। শুনানি শেষে আদালত এ হত্যা মামলার আসামি সাজুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের চাঞ্চল্যকর স্কুলছাত্র জনি দাশ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি সাজু মিয়ার রিমান্ড শুনানির জন্য হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আসামিকে আদালতে হাজির করার সময় বারান্দায় দরজার সামনে সহপাঠীরা ও বিক্ষুব্ধ জনতা হঠাৎ করে পুলিশ ডিঙ্গিয়ে তার উপর হামলা চালায়। তাৎক্ষণিক পুলিশ দ্রুততার সাথে তাকে আদালতের ভিতরে নিয়ে রক্ষা করেন।
পরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দে অসীম এর আদালতে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ ইন্সপেক্টর বিশ্বজিৎ দাশ। বিজ্ঞ বিচারক শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ৩রা জুলাই ভোররাতে জনি দাস ও তার বড় ভাই জীবন দাস জয় নিজ বাসায় চুরি করতে আসা এক ব্যক্তিকে ধরে ফেলেন। এ সময় ওই ব্যক্তি তাদের উপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহাবুদ্দিন শাহিন জানান, আদালতে আসামিকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধরা সাময়িক উত্তেজনা সৃষ্ট করেছিল। পরে পুলিশ তাদের আটকিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এরপর যথারীতি শুনানি সম্পন্ন হয়।