ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি অভিবাসীদের টার্গেট করার অভিযোগ মমতার

মানবজমিন ডিজিটাল

(৭ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৪:৫২ অপরাহ্ন

mzamin

বাংলাদেশে নির্বাসিত হওয়া অপ্রাপ্তবয়স্ক এক সদস্যসহ একই পরিবারের ৩ জনের বিষয়ে আদালতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। গত ২৬শে জুন দিল্লি থেকে তাদেরকে বাংলাদেশে নির্বাসন করা হয়।

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে  ‘বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সামিরুল ইসলাম বলেন, ‘রাজ্য সরকার একটি পরিবারের তিন সদস্যসহ ছয় অভিবাসী শ্রমিক ইস্যুতে আদালতে যাবে।’

তিনি বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রতিদিনই এমন ঘটনা ঘটছে, যেখানে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের টার্গেট করা হয়। সমস্ত প্রমাণ দেখানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না। প্রায় ২২ লাখ অভিবাসী অন্যান্য রাজ্যে কাজ করেন। বিজেপি শাসিত রাজ্যে কেন তাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে? বাংলাতেও (পশ্চিমবঙ্গে) দেড় লাখ অভিবাসী কাজ করছে।’

দানিশ শেখ, তার স্ত্রী সুনালি খাতুন এবং তাদের অপ্রাপ্ত বয়স্ক ছেলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারোই থানার পাইকার গ্রামের বাসিন্দা। জীবিকার প্রয়োজনে তারা দিল্লিতে বসবাস করতেন। দিল্লির একজন সিনিয়র পুলিশ অফিসার এ প্রসঙ্গে বলেন, ‘পরিবারটিকে যথাযথ যাচাইয়ের পরে বাংলাদেশে নির্বাসিত করা হয়েছিল এবং তাদের কাছে কোনো বৈধ নথি ছিল না।’

সূত্র: ইকোনোমিক টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status