অনলাইন
সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ
চবির আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চবি প্রতিনিধি
(৬ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ২:২৭ অপরাহ্ন

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া সৈকতে ভেসে উঠে ওই শিক্ষার্থীর মরদেহ। বিষয়টি নিশ্চিত করেছেন চবির সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী।
ওই শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। সে চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। এর আগে গতকাল কে এম সাদমান রহমান সাবাব নামে আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তবে অরিত্র হাসান নামে আরেক শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থী। তাদের সঙ্গে ছিলেন আরও ২ সহপাঠী ফারহান ও রিয়াদ। কে এম সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ নিখোঁজ হন। এরমধ্যে নিখোঁজের কিছুক্ষণ পর সাদমানের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন আসিফ ও অরিত্র। আজ সকালে সৈকতে ভেসে উঠে আসিফের মরদেহ। তবে এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।
গতকাল সাদমানের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তার বাড়ি ঢাকার মিরপুরে। অন্যদিকে আসিফ ও অরিত্র দুজনেরই বাড়ি বগুড়ায়।
নিখোঁজ শিক্ষার্থীদের সহপাঠী ফারহান বলেন, ‘শুরুতে গোসলে নামার ইচ্ছে ছিলো না। কিন্তু সাদমান শুরুতে নেমে পড়ে, ওর দেখাদেখি আসিফ ও অরিত্রও নেমে পড়ে। শুরুতে ঢেউ বেশি ছিলো না। কিন্তু হঠাৎ বড় ঢেউ আসতে শুরু করে, তারা উঠে আসার চেষ্টা করেছে কিন্তু পারেনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, ‘গতকাল সাদমানের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে পাঠানো হয়েছে। আজ সকালে আসিফের মরদেহ ভেসে এসেছে। কিন্তু এখনো অরিত্র হাসানের কোনো খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম অনুসন্ধান চালাচ্ছে।’