অনলাইন
দক্ষিণ-পূর্ব এশিয়ার পারমাণবিক অস্ত্রমুক্ত চুক্তিতে শর্তহীন স্বাক্ষরে আগ্রহী চীন
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(৮ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১০:২৫ পূর্বাহ্ন

দক্ষিণ-পূর্ব এশিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সাউথ ইস্ট এশিয়া নিউক্লিয়ার উইপন ফ্রি জোন (সিনওফাজ) চুক্তিতে কোনো প্রকার শর্ত ছাড়াই স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেছে চীন।
মালয়েশিয়ার সরকারি নিউজ এজেন্সি বারনামা জানিয়েছে, মঙ্গলবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে চারদিন ব্যাপি সামিটে সিনওফাজ কমিশন সভা শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান এসব কথা বলেছেন।
চীন ছাড়াও আরও দুই থেকে তিনটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র নিউক্লিয়ার উইপন স্টেটস (এনডব্লিউএস) মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান তিনি। এ বছর আসিয়ান চেয়ারম্যানশিপে থাকা মালয়েশিয়ার সঙ্গে তারা পূর্বের আলোচনা পুনরায় শুরুর আগ্রহ দেখিয়েছে।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের উদৃতি দিয়ে বারনামা বলেছে, ‘এটি একটি অত্যন্ত ইতিবাচক অগ্রগতি।’ মোহাম্মদ হাসান আরও বলেছেন, ‘আমরা এখন এমন একটি পরিস্থিতিতে এসেছি যেখানে নিউক্লিয়ার উইপন স্টেটগুলো চুক্তির প্রটোকল স্বাক্ষরে প্রস্তুত, তাই আসিয়ানের উচিত হবে গঠনমূলকভাবে, দ্রুততার সঙ্গে এবং ঐক্যবদ্ধভাবে জবাব দেয়া।’
বারনামা আরো জানিয়েছে, এর আগে, গত ২ জুলাই মোহাম্মদ হাসান জানিয়েছিলেন, চীন ও রাশিয়া ইতোমধ্যে স্বাক্ষরের ইচ্ছা প্রকাশ করেছে, তবে যুক্তরাষ্ট্র এখনো চুক্তি পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয় যে, আসন্ন ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে টিমোর-লেস্তেকে সিনওফাজ চুক্তির অংশ হিসেবে স্বাগত জানানো হবে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ভৌগোলিক পরিসর ও কৌশলগত গুরুত্বকে আরও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আসিয়ান সদস্য রাষ্ট্রগুলো যেন চুক্তির নীতি, লক্ষ্য ও দায়িত্ব সম্পর্কে সুস্পষ্টভাবে অবগত থাকে, সে লক্ষ্যে সিনওফাজ-এর কর্মপদ্ধতি আরও সুসংহত ও শক্তিশালী করা হবে। আমরা চাই সিনওফাজ অঞ্চল বিশ্বের অন্যান্য পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করুক, যাতে পারমাণবিক অস্ত্রের হুমকি থেকে বিশ্বকে মুক্ত করার ক্ষেত্রে একটি অভিন্ন অবস্থান গড়ে তোলা যায়।
১৯৯৫ সালের ডিসেম্বরে ব্যাংককে স্বাক্ষরিত সিনওফাজ চুক্তি-যা ব্যাংকক চুক্তি নামেও পরিচিত, দক্ষিণ-পূর্ব এশিয়াকে পারমাণবিক ও গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত রাখার একটি ঐতিহাসিক অঙ্গীকার। এটি কার্যকর হয় ১৯৯৭ সালের মার্চে। বর্তমানে বিশ্বের মোট পাঁচটি পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলের মধ্যে সিনওফাজ একটি। অন্যান্য অঞ্চলগুলো হলো—লাতিন আমেরিকা ও ক্যারিবীয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আফ্রিকা এবং মধ্য এশিয়া।
বারনামা আরো জানিয়েছে, আসিয়ান চায়, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ পাঁচ স্বীকৃত পারমাণবিক রাষ্ট্র যেন সিনওফাজ চুক্তির প্রটোকলে স্বাক্ষর করে এবং এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করে।
তবে পর্যবেক্ষকরা বলছেন, চীনের শর্তহীন স্বাক্ষরের আগ্রহ এবং অন্যান্য শক্তিধর রাষ্ট্রের যোগাযোগ—দক্ষিণ-পূর্ব এশিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখার পথে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মাইলফলক।