অনলাইন
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর
বীরভূমের দুই পরিবারকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, কলকাতা আদালতে আবেদন
মানবজমিন ডেস্ক
(৯ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৮ অপরাহ্ন

ভারতের বীরভূমের দুই পরিবারকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে। এমন অভিযোগে তাদের আত্মীয়রা মঙ্গলবার কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস রিট আবেদন করেছেন। নিখোঁজ পরিবারের পক্ষে দায়ের করা এই মামলাটি বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতুব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবীরা।
আইনজীবী শবনম সুলতানা বলেন, আমরা আদালতের কাছে অনুরোধ করেছি যাতে পরিবারের সদস্যদের খুঁজে বের করে আদালতে হাজির করা হয়। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে আরও বলা হয়, পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সমিরুল ইসলাম জানান, রাজ্য প্রশাসন কেন্দ্র ও বিএসএফের ওপর চাপ সৃষ্টি করছে যাতে তাদেরকে খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে আনা যায়। তিনি বলেন, আমরা পরিবারগুলোর পাশে আছি। একদিকে আমরা আদালতের দ্বারস্থ হচ্ছি। অন্যদিকে রাজ্য প্রশাসন কেন্দ্রীয় সরকার ও বিএসএফকে চাপ দিচ্ছে তাদেরকে খুঁজে বের করতে।
উল্লেখ্য, ২৬শে জুন বীরভূম জেলার পাইকর গ্রামের বাসিন্দা দানিশ শেখ, তার স্ত্রী সুনালি খাতুন ও তাদের আট বছরের ছেলেকে আটক করে দিল্লি পুলিশ। এরপর তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়। একই সময়ে বীরভূমের ধিতরা গ্রামের ৩২ বছর বয়সী সুইটি বিবি ও তার দুই ছেলে- ১৬ বছরের কুরবান শেখ এবং ৬ বছরের ইমাম দেওয়ানকে আটক করা হয় দিল্লিতে। তার পর তাদেরকেও বাংলাদেশে ঠেলে দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। দুটি পরিবারকেই দিল্লির কে এন কাটজু মার্গ থানায় আটক রাখা হয়েছিল। সুনালি খাতুনের পিতা ভদু শেখ এবং সুইটি বিবির বড় ভাই আমির খান কলকাতা হাইকোর্টে এই রিট মামলা দায়ের করেছেন।
আমির খান বলেন, গত রবিবার আমার বোন বাংলাদেশ থেকে ফোন করেছিল। ও ওর ছেলেদের নিয়ে এখন বাংলাদেশের কোথাও আছে। ওরা আমাদের কাছে কাকুতি-মিনতি করছিল ওদের ফিরিয়ে আনার জন্য। আমরা গরিব মানুষ। কিই বা করতে পারি? রাজ্য সরকার সাহায্য করছে। আমরা আদালতের কাছে মিনতি করছি যেন কিছু করে ওদের ফিরিয়ে আনে। ভদু শেখ বলেন, আমার মেয়ে, জামাই আর নাতি- ওরাও এখন বাংলাদেশে। জানি না আর কখনও তাদের দেখতে পারব কিনা। ওরা দিল্লিতে গিয়েছিল র্যাগ পিকার (আবর্জনা সংগ্রাহক) হিসেবে কাজ করতে। এখন আমাদের একমাত্র ভরসা আদালত।
পাঠকের মতামত
বাঙলাদেশে অবস্থানকারী সব ভারতীয় ও হিন্দীভাষীদের কাগজপত্র পরীক্ষা করা হোক। যারা অবৈধভাবে বসবাস করছে তাদের ঘাড় ধরে বের করে দেবার জোর দাবী জানাচ্ছি ।