খেলা
‘ভারতে রাতারাতি পিচ পাল্টে যেতে পারে’
স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবারবাজবল ক্রিকেট খেলে সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি দেখছে ইংল্যান্ড। তবুও টেস্টে নিজেদের মারমুখী ব্যাটিং ছাড়বে না ইংলিশরা। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে নামার আগে খোদ ইংলিশ অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘আমরা নিজেদের খেলাটা চালিয়ে যাব।’ তবে এতে একমত নয় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেন। বেন স্টোকসদের সিদ্ধান্তে নমনীয়তা আনার পরামর্শ দিয়ে ভারতকে খোঁচা মেরেছেন তিনি। ইংলিশ দৈনিক ডেইলি মেইলের কলামে নাসের হুসেন লিখেছেন, ‘আপনি কেবল পুরনো (আমি এইভাবে খেলি) কৌশলে ফিরে যেতে পারবেন না। বিশেষ করে ভারতে। যেখানে পিচের ধরন প্রায় রাতারাতি পাল্টে যেতে পারে।’ ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে পিচ পরিবর্তনের অভিযোগ উঠেছিল বিসিসিআইয়ের বিরুদ্ধে। নাসের হুসেন বলেন, ‘পাঁচ দিনের ম্যাচ চলাকালীন এটি (পিচ পরিবর্তন) হতেই পারে। যদি আপনি সেখানে যান, তবে আপনাকে সেটি ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। প্রথম তিনটি টেস্টের দিকে দেখেন, অলি পোপের দুর্দান্ত ১৯৬ রানের ইনিংসের পর ইংল্যান্ড প্রথম জয় পায়। এরপর যশ্বসী জয়সওয়ালের ধারাবাহিক ডাবল সেঞ্চুরি এবং রোহিত শর্মার ১৩১ রানের সাহায্যে ভারত সিরিজে ফিরে।’