খেলা
পিএসজি ম্যাচের আগে বিপাকে রিয়াল মাদ্রিদ দল
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৩:০৯ অপরাহ্ন

ফিফা ক্লাব বিশ্বকাপে ফাইনালের আগে আজ মাঠে গড়াবে আরেক ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ লড়বে দুই ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে এর আগে বিপাকে পড়েছে স্প্যানিশ জায়ান্টরা। বিরূপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি শাবি আলোনসোর দল। এ কারণে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও উপস্থিত হতে পারেননি রিয়াল বস।
সাংবাদিকদের সামনে উপস্থিত হবার কথা ছিল আলোনসোসহ ফেদেরিকো ভালভার্দে, থিবো কর্তোয়া ও জ্যাকব রামনের। মায়ামি থেকে নিউইয়র্ক উড়ে আসার পথে ঝড়ের কবলে পড়ে রিয়ালকে বহন করা বিমান। তাদের পৌঁছাতে দেরি হবার কারণে আলোনসোদের সংবাদ সম্মেলন পিছিয়ে স্থানীয় সময় রাত সোয়া আটটায় দেয়া হয়। তবে শেষ পর্যন্ত নিরাপদে অবতরন করতে প্রায় ৯টা বাজে রিয়ালের। এ কারণে আগেভাগেই সেই সংবাদ সম্মেলন বাতিল করে ফিফা। লস ব্লাঙ্কোসদের জার্মান কোচ আলোনসোর অনুপস্থিতির কথা জেনে পিএসজি বস লুইস এনরিকে বলেন, ‘তিনি এখনও আসেননি? সত্যি? যদিও আমার কাছে এটি কোনো বিষয় মনে হয় না। আমি তাদের ফ্লাইটের সমস্যার কথা জানতাম না। আশা করি তারা নিরাপদে পৌঁছাবে।’
আজ রাত ১টায় শুরু হবে দু’দলের ফাইনালের টিকিটের লক্ষ্যে লড়াই।