ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

৩২ ধাপ এগিয়েছেন জাকের, অবনতি শান্তর

স্পোর্টস ডেস্ক

(৮ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৪:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৩ অপরাহ্ন

mzamin

শ্রীলঙ্কা সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটে কিছুটা আলো ছড়িয়েছেন জাকের আলী। এর প্রতিফলন দেখা গেলো র্যা ঙ্কিংয়ে। পুরুষ ক্রিকেটের র্যা ঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ব্যাটারদের তালিকায় ৩২ ধাপ এগিয়েছেন জাকের। ৭ ধাপ এগিয়েছেন আরেক টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। তবে সিরিজে রান খরায় ভোগা নাজমুল হোসেন শান্ত নেমে গেছেন ৬ ধাপ।

প্রেমাদাসায় প্রথম দুই ওয়ানডেতে ব্যক্তিগত ৫১ ও ২৪ রানের ইনিংস খেলেন জাকের। শেষ ম্যাচে পাল্লেকেলেতে ব্যক্তিগত ২৭ রান করেন এই ২৭ বছর বয়সী তারকা। ৭৩.৩৮ স্ট্রাইক রেটে গড়ে তার ব্যাট থেকে এসেছে ৩৪ রান। বর্তমানে এই টাইগার উইকেটকিপার-ব্যাটারের অবস্থান ৫৯তম। তালিকায় উন্নতি করেছেন আরেক বাংলাদেশি ব্যাটার হৃদয়। সিরিজে ৩ ম্যাচে ৩৪.৩৩ গড়ে ১০৩ রান করে ৭ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৫১ নম্বরে। সফরে সাদা বলের সিরিজে ব্যাট হাসেনি নাজমুল হোসেন শান্তর। প্রথম দুই ম্যাচে তার অবদান যথাক্রমে ২৩, ১৪ রানের। শেষ ম্যাচে তিন বল খেলে এই বাঁহাতি ব্যাটার ফিরেছেন রানের খাতা না খুলেই। ৬ ধাপ নেমে গিয়ে তার বর্তমান অবস্থান ৩৪তম। র্যা ঙ্কিংয়ে অবনমন হয়েছে অভিষিক্ত ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও। রানশূন্য ইনিংস দিয়ে সিরিজ শুরু করেন এই ডানহাতি ব্যাটার, পরের দুই ম্যাচে তার অবদান যথাক্রমে ৯ ও ২৮ রান। ৫ ধাপ পিছিয়ে মিরাজ অবস্থান করছেন ৭২ নম্বরে। ৮ ধাপ নেমে ৭৮তম লিটন কুমার দাস। সিরিজে প্রথম ম্যাচে ৬২ রান আসে ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে, পরের দুই ম্যাচে খেলেন ৭ ও ১৭ রানের ইনিংস। ১৯ ধাপ এগিয়ে তার অবস্থান ৮৬তম। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ৩০ ব্যাটারের মধ্যে নেই কোনো টাইগার ক্রিকেটার। অপরিবর্তিত রয়েছে সেরা পাঁচ। ৭৮৪ পয়েন্ট নিয়ে সবার উপরেই আছেন ভারতীয় ওপেনার শুবমান গিল। ৭৬৬ রেটিংয়ে দুইয়ে পাকিস্তানের বাবর আজম। তিনে ৭৫৬ পয়েন্টে আছেন রোহিত শর্মা। শীর্ষ পাঁচের পরের দুজন বিরাট কোহলি ও ড্যারিল মিচেল। 

পরিবর্তন এসেছে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে। ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলে সবার উপরের জায়গা ফের দখল করেছেন তারই সতীর্থ হ্যারি ব্রুক। এরপর সেরা পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে কেন উইলিয়ামসন, যশস্বী জয়সওয়াল ও স্টিভেন স্মিথ। র্যা ঙ্কিংয়ে এক ধাপ নেমেছেন মুশফিকুর রহীম (৩০তম) ও মুমিনুল হক (৫৩তম)। এক ধাপ এগিয়ে ৬৫তম জাকের।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status