ঢাকা, ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

‘ক্রিকেটাররা কিসের জন্য চাপে থাকে জানি না’

স্পোর্টস রিপোর্টার
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
mzamin

মাঠের ক্রিকেটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। ওয়ানডে ফরম্যাটে ভালো খেলার দাবি করার সুযোগও আর থাকছে না। র‌্যাঙ্কিংয়ে ইতিমধ্যে ১০ নম্বরে গেছে বাংলাদেশ। শঙ্কা আছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও। সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে বিশ্রী ব্যাটিংয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান ব্যাটারদের এমন ব্যর্থতা নিয়ে আক্ষেপ করে বলেছেন, মনে হচ্ছে খেলোয়াড়রা চাপে আছে তবে কেন সেটা জানি না। 
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচের কোনোটিতেই ব্যাটাররা সুবিধা করতে পারেননি। দ্বিতীয় ওয়ানডেতে পারভেজ হোসেনের করা ৬৭ রানই তিন ম্যাচ মিলিয়ে দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। বড় জুটিও হয়নি, কেউ বড় ইনিংস খেলতে পারেননি। অথচ ৩ ম্যাচে শ্রীলঙ্কার দুইজন সেঞ্চুরি করেছেন। 
ক্রিকেটাররা স্বাভাবিক ক্রিকেট খেলতে পারছেন না বলে মত আকরাম খানের। মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাদের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে, স্বাভাবিক যে ক্রিকেটটা, যেটা আমরা ঢাকা লীগে খেলি বা এখানে খেলি, সেটা খেলছে না। হয়তো ওভার কনসাস (অতিরিক্ত সতর্কতা)। আমার কাছে মনে হচ্ছে না তারা মানসিকভাবে ফিট। হয়তো অনেক চাপ নিয়ে নিচ্ছে।’
ক্রিকেটারদের এত চাপ নেওয়ার কারণও বুঝতে পারছেন না আকরাম। তিনি বলেন, ‘দূর থেকে খেলা দেখে আমার মনে হচ্ছে, খেলোয়াড়রা অতিরিক্ত চাপে থাকে। কিসের জন্য চাপে থাকে, আমি জানি না। কিন্তু আপনি বেশি চাপে থাকলে স্বাভাবিক ক্রিকেট খেলতে পারবেন না। ওদের ব্যাটিং স্টাইল দেখে, কিছু ভুল দেখে, অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে না তারা স্বাভাবিক ক্রিকেট খেলছে।’
মাঠে ক্রিকেটারদের আচরণ নিয়েও অসন্তুষ্ট আকরাম। দ্বিতীয় ওয়ানডেতে রান আউট হয়ে যাওয়ার পর ক্ষোভে ব্যাট ছুড়ে মারেন তাওহীদ হৃদয়। এ ঘটনার দিকে ইঙ্গিত করে আকরাম বলেন, ‘কিছু অ্যাটিটিউডও আছে, যেগুলো দলে প্রভাব ফেলে। কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে...এখানে কিন্তু কেউ সেরা খেলোয়াড় না, যারা খেলে সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এসব করলে টিম কিন্তু দিন দিন নেগেটিভ দিকেই যাবে। প্রপার ক্রিকেট খেলতে হলে আপনাকে সবকিছুতেই উন্নতি করতে হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে কোনো ম্যাচেই ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। এমনকি শেষদিকে ব্যাটিংয়ের হাল ধরতে হয় বোলারদের। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের ম্যাচে ৮ নম্বরে নেমে ২১ বলে ৩৩ রান করেন তানজীম হাসান সাকিব। এতে ২৪৮ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। মিডল অর্ডারে হৃদয় দুটি ফিফটি করলেও ব্যাটিংয়ের ধরন ছিল দৃষ্টিকটু। অধিনায়ক মিরাজ, শামীম পাটোয়ারি বা জাকের আলী সবাই ব্যর্থ। 
ব্যাটারদের নিয়ে হতাশা প্রকাশ করে আকরাম খান বলেন, ‘এগুলো হলো ভেরি নরমাল বেসিক, ব্যাটসম্যানদের জন্য। এগুলো করতেই হবে। অন্য দলগুলো, যারা (ভালো) খেলে, তাদের মধ্যে এই ভুলগুলো পাবেন না। হয়তো ওরা ম্যাচ হারে, জেতে (কিন্তু এমন সমস্যা তাদের নেই)। এই সমস্যাগুলো বিরাট হয়ে দাঁড়াচ্ছে। একটা-দুইটা ম্যাচে হলে ঠিক আছে, কিন্তু দিনের পর দিন এটা হয়েই যাচ্ছে। গত দুই বছর থেকে আমি দেখছি ব্যাটসম্যানদের বিরাট সমস্যা। এখান থেকে বের হতেই হবে। নয়তো আপনি পারফর্ম করতে পারবেন না, চাপে পড়বেন, সবকিছু নেতিবাচক হবে।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status