খেলা
টি-টোয়েন্টিতে হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময়ই চোটে পড়েন শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরে অবশ্য খুড়িয়ে খুড়িয়ে বোলিং করেন তিনি। তবে আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি। ২৭ বছর বয়সী এই বোলার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। প্রথম ম্যাচে তো তার তোপের মুখেই ৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। যার মধ্যে ৩টিই নিয়েছেন তিনি। তিন ম্যাচে নেন মোট ৯ উইকেট। শ্রীলঙ্কা দল সিরিজও জিতেছে ২-১ ব্যবধানে। চোটে পড়ার কারণে স্কোয়াড ছেড়ে ইতোমধ্যেই তিনি চলে গেছে কলম্বোতে। হাই-পারফরম্যান্স সেন্টারে রিহ্যাব করবেন সেরে উঠতে। এখনও তার বিকল্প কাউকে দলে নেওয়ার ঘোষণা দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
আগামীকাল থেকে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় ১৩ই জুলাই। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৬ই জুলাই।
শ্রীলঙ্কা স্কোয়াড
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।