খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই
স্কটল্যান্ডকে হারিয়ে ইতালির চমক
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৬ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে চমক সৃষ্টি করেছে ইতালি। ইউরোপিয়ান বাছাইপর্বের ম্যাচে আজ স্কটিশদের ১২ রানে হারিয়েছে আজ্জুরিরা। আগে ব্যাটিং করে ১৬৭ রান করে ইতালি। জবাবে ১৫৫ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপ থেকে দুটি দল কোয়ালিফাই করবে। ইতালি, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং জার্সি বিশ্বকাপের টিকিট পাওয়ার দৌড়ে আছে। ইতালির শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে, এবং সেই ম্যাচে জিতলেই তারা সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আর হেরে গেলে রান রেটের উপর নির্ভর করবে ইতালির বিশ্বকাপ খেলার ভাগ্য।