অনলাইন
ডেমরায় জেলা প্রশাসনের ১০ কোটি টাকার খাস জমি উদ্ধার
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৮:১২ অপরাহ্ন
ডেমরায় ১০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমানের নির্দেশে ডেমরা রাজস্ব সার্কেল অবৈধ দখলদারদের কাছ থেকে এসব খাস জমি উদ্ধার করে। ডেমরা রাজস্ব সার্কেলের বালুধিৎপুর মৌজার সিটি ১৯৫১নং দাগের ৮২.৯২ শতক জমি উদ্ধার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলি সাদিকের সার্বিক দিকনির্দেশনায় ডেমরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী অভিযান চালিয়ে এ খাস জমি উদ্ধার করেন।
একইসঙ্গে সাইনবোর্ড টানিয়ে ওই জমিগুলো জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেয় ডেমরা রাজস্ব সার্কেল। এই অভিযান পরিচালনার সময় ডেমরা রাজস্ব সার্কেলের দু’জন সার্ভেয়ার, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা জেলার সব খাস জমি উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
উদ্ধারকৃত জমি যাতে পুনর্দখল না হয় তা তত্ত্বাবধান করা বেশি জরুরী । নতুবা বর্তমান সরকারি দলের প্রভাবশালী আবার দখল করবে । একটা প্রবাদ আছে: স্বাধীনতা অর্জনের চেয়ে টিকিয়ে রাখা কঠিন । তদ্রূপ সরকার খাস জমি দখলমুক্ত রাখাও কঠিন ।