অনলাইন
রমজানের আগে ভারতকে পেঁয়াজ-চিনি রপ্তানি বাড়াতে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

রমজানের আগে বাংলাদেশে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং ১০ হাজার মেট্রিক টন চিনি রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছে ভারত। তবে এটাকে বাড়িয়ে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এবং চিনি ১ লাখ মেট্রিক টন করার জন্য দিল্লিকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দিল্লি সফর শেষে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।
৯ই ফেব্রুয়ারি দিল্লিতে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনেক ভোগ্যপণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল। বিশেষ করে, পেঁয়াজ, চিনি, ডাল এবং মসলা জাতীয় কিছু পণ্য। ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি।
হাছান মাহমুদ বলেন, আমি তাকে (ভারতের বাণিজ্যমন্ত্রীকে) বলেছি, এসব ভোগ্য পণ্যে যেন বিশেষ কোটা নির্ধারণ করে দেয়া হয়। যাতে কমপক্ষে আমরা তাদের থেকে সঠিক মূল্যে এবং আমাদের প্রয়োজনে ইমপোর্ট করতে পারি। কমপক্ষে এটুকু সুবিধা যেন তাদের থেকে নিতে পারি।
পাঠকের মতামত
#Indiaout #BoycottIndia
টি এস সি তে ১০টাকায় চা সিংগাড়ার জন্য অনেক পেঁয়াজ দরকার? জনগণ দেশের পেঁয়াজ ছাড়া অন্য পেঁয়াজ খায় না?...
সকলের প্রতি আকুল আবেদন সবাই ভারতীয় পণ্য বর্জন করুন।
#Boycott_Indian_Products
আমরা না খেয়ে থাকবো তবুও ইন্ডিয়া থেকে কিছু কিনবো না
indian miniter ,,, india er kotha bolbe na too kar kotha bolbe ???
আর কোন দেশ নাই? ভারতকে পয়সা গুছিয়ে দিতে এতদিন ঘুমিয়ে ছিলেন নাকি? বুঝছি জামাই-বউয়ের সম্পর্কের ফাটল না ধরার জন্য ঘুমিয়ে ছিলেন। জনগণ যখন ভারত বয়কটের ডাক দিয়েছে তখন পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীকে বাদ দিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নয়নে উকিল বাবার ভুমিকা পালন করতেছেন মনে হয়। আসলেই বন্যেরা বনেই সুন্দর নগরে নয়।
ভারতের পেঁয়াজ ও চিনি দিয়ে রোজা পালন করে কি অর্জন করবে দেশের ধর্মপ্রাণ মানুষ? এমনিতেই আমার দেশ ডলার সংকটে নাস্তানাবুদ, তার উপর সিয়াম সাধনার নামে হা-হাবাতে হতে হবে কেন? সবাই আল্লাহর উপর তায়াক্কল করে বিদেশী পণ্য বর্জন করুন!
বেশি বেশি আমদানি করেন। বেশি টাকা দিয়ে হলেও আমি দেশি চিনি ও পেঁয়াজ কিনবো। তাতে করে আমার নিজের যদি কিছু বেশি টাকা খরচ করতে হয় আমি তাই করতে প্রস্তুত। ইনশাআল্লাহ্ তারপরেও ইন্ডিয়ান কোন পণ্য আমি কিনবো না।
Love your country. Boycott India.
অন্য দেশ থেকে আনুন।
তেমন একটা লাভ নেই। এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শ্লোগান হচ্ছে " টেকনাফ থেকে তেতুলিয়া, বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া " সুতরাং মাগনা দিলেও বাংলাদেশ গিলবে না!!