ভারত
শনি-মঙ্গল-বৃহস্পতি-শুক্র একই রেখায়, হাজার বছরের বেশি সময় পর উপমহাদেশের মানুষ বিরল দৃশ্য দেখবে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৮ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৭ অপরাহ্ন

৯৪৭ খ্রিস্টাব্দে শেষবার এই সৌর বিস্ময় হয়েছিল। আবার এপ্রিলের শেষদিনে একই রেখায় অবস্থান করবে শনি, বৃহস্পতি, মঙ্গল ও শুক্র গ্রহ। সব থেকে বড় কথা এই উপমহাদেশের মানুষ খালি চোখে দেখতে পাবেন এই বিরলের মধ্যে বিরলতম দৃশ্য। তবে পাহাড় বা সমুদ্রপৃষ্ঠ থেকে এই দৃশ্য আরও পরিষ্কারভাবে দেখা যাবে। ভারতের পাঠান প্লানেটোরিয়াম এর অধিকর্তা ড. শুভেন্দু পটবর্ধন জানিয়েছেন, প্রয়োজনে স্মার্টফোন থেকে স্টার ট্রেকার নামে একটি অ্যাপ ডাউনলোড করে নেয়া যেতে পারে। যদিও একই রেখায় চার গ্রহ অবস্থান করবে, কিন্তু তাদের মধ্যে দূরত্ব হবে বিলিয়ন কিলোমিটারের। বৃহস্পতি পৃথিবীর সব থেকে বড় গ্রহ। এরপরই শনি। সূর্যাস্তের ৩০ মিনিট পর এই মহাজাগতিক বিস্ময় দেখা যাবে।