ভারত
পুলওয়ামা হামলার জন্য বোমা তৈরিতে রাসায়নিক কেনা হয়েছিল অ্যামাজন থেকে!
মানবজমিন ডিজিটাল
(৯ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১২:০৮ অপরাহ্ন

কেচো খুঁড়তে কেউটে! ভারতের মাটিতে হওয়া একাধিক সন্ত্রাসী হামলায় জঙ্গিরা বিস্ফোরক কিনেছিল ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলো আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ।এফএটিএফ’র রিপোর্টে বলা হয়েছে, ‘ভারত ইতিমধ্যেই জানিয়েছে , পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ ই মুহম্মদ এই হামলার সঙ্গে যুক্ত। তদন্তে জানা গেছে সীমান্তের ওপার থেকে ভারতে প্রচুর পরিমাণ আইইডি বিস্ফোরক পাচার করা হয়েছিল। এই বোমাকে আরও মারাত্মক করে তোলে অ্যালুমিনিয়াম পাউডার। জঙ্গিরা সেই পাউডার কিনেছিল ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।’ শুধু তাই নয়, গোরক্ষপুরের মন্দিরে জঙ্গি হামলাতেও ব্যবহৃত বিস্ফোরক কেনা হয়েছিল এই ই-কমার্স সাইট থেকে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়। ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অনলাইন পেমেন্ট পরিষেবাগুলো যে সন্ত্রাসে অর্থায়নের জন্য অপব্যবহার করা হচ্ছে এই উদাহরণই তার প্রমাণ। তদন্তে দাবি করা হয়েছে, ভিপিএন পরিষেবা কিনতে মোট ৪৪টি আন্তর্জাতিক লেনদেন করা হয়। বিদেশি অ্যাকাউন্ট থেকে এই সন্দেহজনক লেনদেনের জেরে paypal অ্যাকাউন্ট স্থগিতও করা হয়। আর্থিক তদন্তে জানা গেছে যে, ব্যক্তি paypal মাধ্যমে ৬৬৯,৮৪১ রুপি (৭৬৮৫ মার্কিন ডলার) আইএসআইএল-এর সমর্থনে, আন্তর্জাতিক তৃতীয় পক্ষের লেনদেন ব্যবহার করে এবং আইপি এডড্রেসটি অস্পষ্ট করার জন্য ভিপিএন পরিষেবা ব্যবহার করে বিদেশে স্থানান্তর করেছে। তিনি একটি বিদেশি উৎস থেকে ১০,৩২৩.৩৫ রুপি (১৮৮ মার্কিন ডলার) পেয়েছেন। এফএটিএফ ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দিকেও ইঙ্গিত দিয়েছে। বলেছে, এই প্রতিবেদনে বিভিন্ন উপলব্ধ তথ্য এবং প্রতিনিধিদের ইনপুটগুলো ইঙ্গিত করে যে 'কিছু সন্ত্রাসী সংগঠন বেশ কয়েকটি জাতীয় সরকারের কাছ থেকে আর্থিক এবং অন্যান্য ধরণের সমর্থন পাচ্ছে। সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এফএটিএফ জানিয়েছে, চিন্তার বিষয় হল এখন জঙ্গি সংগঠনগুলি আর আগের মতো কাজ করে না। তাদের পন্থা বদলে গিয়েছে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে এরা নিজ নিজ এলাকায় কাজ করছে। যেমন, আগে আল কায়েদা তাদের সমস্ত সিদ্ধান্ত একটি কেন্দ্রীয় কমিটি ‘মজলিস আল-শুরা’র মাধ্যমে নিত, কিন্তু এখন তারা বিভিন্ন অঞ্চলের দলগুলিকে দায়িত্ব দিয়েছে।
সূত্র : এনডিটিভি