ভারত
জয় রাইডের মজা দিতে টয় ট্রেনের নতুন তিন রুট দার্জিলিংয়ে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৭ ঘন্টা আগে) ৯ জুলাই ২০২৫, বুধবার, ১২:০০ অপরাহ্ন

পর্যটকদের কাছে জয় রাইডের মজা পৌঁছে দিতে আগামী অক্টোবরে দুর্গাপুজোর আগেই দার্জিলিংয়ে টয়ট্রেনের নতুন তিনটি রুট চালু হচ্ছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত দীর্ঘ সময় নিয়ে টয় ট্রেনে যারা যেতে চান না তাদের জন্য এবার সংক্ষিপ্ত রুটে টয়ট্রেন চড়ার ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ। এজন্য আহমেদাবাদ, বেঙ্গালুরু থেকে আনা হচ্ছে অত্যাধুনিক টয় ট্রেনের ইঞ্জিন।
যে তিনটি রুটে এই টয়ট্রেন চড়ার মজা নেওয়া যাবে সেই তিনটি রুট হল, সুকনা থেকে রংটং, কার্শিয়াং থেকে মহানদী এবং কার্শিয়াং থেকে টুং। রেল সূত্রের খবর, পুজোর আগেই দার্জিলিংয়ে টয়ট্রেনের নতুন তিনটি রুট চালু হতে পারে। তবে এই সংক্ষিপ্ত রুটে কত ভাড়া হতে পারে সেটা এখনও ঘোষণা করা হয়নি।
পর্যটকদের কাছে ট্রয়ট্রেনে চড়ার মজাই আলাদা। এটি অন্যতম আকর্ষণও। ১৮৮১ সালে প্রথম টয়ট্রেন চালু হয়েছিল দার্জিলিংয়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিং ৪৪ কিলোমিটার পথ পাড়ি দিতে মন্থর গতিতে চলা টয় ট্রেন অনেকটাই সময় নেয়। তবে টয় ট্রেনের দীর্ঘ ইতিহাসে কখনও ধসের কারণে, কখনও রাজনৈতিক অস্থিরতার জেরে বারে বারে ব্যাহত হয়েছে টয়ট্রেনের যাত্রা। আবার নতুন করে চালু হয়েছে টয়ট্রেন।
১৯৯৯ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দিয়েছে। দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষের আশা, টয় ট্রেনের মাধ্যমে আগামী দিনে পর্যটন ব্যবসায় জোয়ার আনবেন তারা। দার্জিলি টয় ট্রেনের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেয়া হয়েছে। গত ৪ জুলাই দার্জিলিং টয়ট্রেন ১৪৪ বছরে পা দিয়েছে। সেদিনই প্রথম টয় ট্রেনের জন্মদিন পালন করা হয়েছে।