ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

ভারত

পশ্চিমবঙ্গের বাসিন্দাকে আসামে এনআরসি নোটিস, প্রতিবাদে সরব মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৬ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:৩০ অপরাহ্ন

mzamin

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসী। তাঁর পুরনো ভোটার তালিকায় নাম ছিল এবং তাঁর বৈধ পরিচয়পত্র রয়েছে। তা সত্ত্বেও আসাম সরকার তাঁকে বিদেশি বা ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বলে সন্দেহ করে জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) নোটিস পাঠিয়েছে। আর এতেই ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আসাম সরকারের এই আচরণকে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের উপর ‘পরিকল্পিত আক্রমণ’ বলে অভিহিত করেছেন। মঙ্গলবার সমাজমাধ্যমে পোস্ট করে মমতা অভিযোগ করেন, এই ঘটনার মধ্য দিয়ে বিজেপি সরকার পশ্চিমবঙ্গেও জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) চাপিয়ে দেওয়ার ছক কষছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একজোট হয়ে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন ।

মুখ্যমন্ত্রী বলেছেন, একজন প্রান্তিক মানুষ, যিনি ৫০ বছরের বেশি সময় ধরে এই পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তাঁকে আসামে গিয়ে এমন প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, যা স্পষ্টভাবে একটি বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। আসামের ফরেনার্স ট্রাইবুনাল তাঁকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করছে

মমতার দাবি, প্রান্তিক মানুষদের ভয় দেখিয়ে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এটা এক নোংরা ও উদ্দেশ্যমূলক রাজনীতি। বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেছেন, যদি কেউ ভারতের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করতে চায়, তবে বাংলা কখনও চুপ করে থাকবে না।

এদিকে, তৃণমূল সাংসদ সামিরুল ইসলামও জানিয়েছেন, উত্তমকুমার ব্রজবাসী পশ্চিমবঙ্গের বাসিন্দা। ভারতের নাগরিক। তাঁর সমস্ত নথি ঠিকঠাক রয়েছে। তার পরেও আসামের বিজেপি সরকার যেভাবে তাঁকে হয়রানি করছে, তা সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্যপ্রণোদিত।

পাঠকের মতামত

West Bengal should secede from India and join Bangladesh to form a bigger Bengali-speaking country. Tripura can do the same.

Nam Nai
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৭:৫৮ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status