ভারত
হবু রাষ্ট্রপতির গ্রামে এলো বিদ্যুৎ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ২৭ জুন ২০২২, সোমবার, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৪ অপরাহ্ন

স্বাধীনতার ৭৫ বছর পরে ভারতের হবু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গ্রামের বাড়িতে আলো এলো। গ্রাম আলোকিত হলো বিদ্যুতে। দ্রৌপদী মুর্মু যদি এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী না হতেন তাহলে কি আলোয় ঝলমল করতো তাঁর গ্রাম? প্রশ্নটি এই মুহূর্তে বড় হয়ে দেখা দিয়েছে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উপরভিদা গ্রামে দ্রৌপদী মুর্মুর বাড়ি। এই গ্রামের দুটি ভাগ আছে। একটির নাম বাদশাহী, অন্যটি লঙ্গরশাহী। বাদশাহী অঞ্চলে বিদ্যুৎ আছে। লঙ্গরশাহীতে নেই। এই অঞ্চলেই হবু রাষ্ট্রপতির বাড়ি। বাড়িতে থাকেন ভাইপো বিরিঞ্চি নারায়ণ টুডু, তাঁর স্ত্রী ও দুই সন্তান। বিরিঞ্চি বলছেন, পিসি যখন ঝাড়খন্ডের রাজ্যপাল ছিলেন তখনও কারও দুয়ারে যাইনি বিদ্যুতের জন্য। এখনও যাইনি। পিসিও চায়নি আমরা তাঁর নাম ভাঁড়িয়ে কোনও দরবার করি। এখন পিসি দেশের রাষ্ট্রপতি হচ্ছেন তাই বিদ্যুৎ আসতেছে।
উত্তর ওড়িশার টাটা পাওয়ার ডিস্ট্রিবিউশন বলছে, লঙ্গরশাহী গ্রামটি জঙ্গলের মধ্যে হওয়ায় বিদ্যুৎ বন্টনে সমস্যা ছিল। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদপ্রার্থী হতেই কি চোদ্দটি বাড়ি আলোকিত হবে? সব সমস্যা কি কেটে গেল? এই প্রশ্নের জবাব মেলেনি।