অনলাইন
বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২৫ জুন ২০২২, শনিবার, ১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎকালে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমন্ত্রণ জানান।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের টুইটার একাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করে লেখা হয়েছে: ‘হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি। জো বাইডেন বলেছেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পৌঁছে দিয়েছি।’
উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে যোগদান করেছিলেন মো. শহীদুল ইসলাম। কিন্তু, মাত্র এক বছর তিন মাসের মাথায় গত এপ্রিলে ঢাকার পত্রিকাগুলোতে খবর প্রকাশিত হয় যে, মো. শহীদুল ইসলামকে দেশটি থেকে সরিয়ে আনছে সরকার এবং তার স্থলে দিল্লিতে নিযুক্ত হাইকমিশনার মোহাম্মদ ইমরানকে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঠকের মতামত
Very fake smile. I wonder why? AL under pressure.
Most probably he had been praying since long for make a selfie with American president who has been destroying the world with American be loved fight.