ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

পররাষ্ট্র সচিবের বক্তব্য এবং নানা প্রশ্ন

ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

(১ বছর আগে) ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪০ পূর্বাহ্ন

mzamin

লেখক

গেল ২৫শে নভেম্বর, ২০২৩ বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারত সফর করেন। এ সফরের উদ্দেশ্য ছিল ভারতের পররাষ্ট্র সচিব কোয়াত্রার সাথে’ Foreign Office Consultation’-এ তার  টিম নিয়ে অংশগ্রহণ, পাশাপাশি বাংলাদেশে যে সমস্ত দেশের কূটনৈতিক মিশন নেই, যারা ভারতে থেকে বাংলাদেশের কূটনৈতিক দায়িত্ব পালন করেন তাদের সাথে মিলিত হয়ে বাংলাদেশে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন সম্পর্কে তাদেরকে ধারণা দেয়া। কারণ ইতোমধ্যেই বাংলাদেশের অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এক ধরনের সন্দেহ ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। Foreign Office Consultation এর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের রাতেই প্রায় ৫০টি দেশের কূটনীতিকের সাথে আলোচনায় মিলিত হওয়া এবং তাদেরকে নৈশভোজে আমন্ত্রণ স্বাভাবিকভাবেই প্রশ্ন সৃষ্টি করে যে, প্রথম অনুষ্ঠানটি কি তাহলে লোক দেখানো কি না? সে যাই হোক, কূটনৈতিকদের সাথে আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বাংলাদেশের আগামী নির্বাচনকে ‘গণতন্ত্রের উৎসব’ হিসেবে আগাম মন্তব্য করেছেন এবং ভারতে অবস্থিত সকল কূটনৈতিকদের এ উৎসব দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া কোনো এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ‘আমি রাজনীতিক নই’। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের আগামী নির্বাচনকে ক্ষমতাসীন দল ছাড়া কেউ কি ‘গণতন্ত্রের উৎসব’ হিসেবে দেখছে? একজন সাধারণ ব্যক্তির কাছে যদি আগামী নির্বাচন সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে কেউ কি বর্তমান পরিস্থিতির আলোকে আস্থার সাথে বলতে পারবে আগামী নির্বাচন ‘গণতন্ত্রের উৎসব’? যেখানে ভোটের আধিক্যে সবচেয়ে বড় বিরোধী দল বিএনপি এবং বেশ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল নির্বাচন বয়কট করছে, সেখানে আগামী নির্বাচন কিভাবে গণতন্ত্রের উৎসব হতে পারে?

অধিকাংশ বিরোধী দল যেখানে নিরপেক্ষ তত্ত্ববধায়কের অধীনে নির্বাচন দাবী করছে, এ দাবীতে অনড় থেকে তফসিল ঘোষণার পরও নির্বাচন বয়কট করার ঘোষণা দিচ্ছে, তাদের দাবীকে তোয়াক্কা না করে গ্রেফতার, মামলা ও হামলার মাধ্যমে সরকারি দল ছাড়া অন্যদের জন্য যে ধরনের ভীতিকর অবস্থার সৃষ্টি করা হয়েছে, যা ক্রমাগত চলতেই থাকবে বলে ধারণা করা যায় সেখানে আগামী নির্বাচন কিভাবে ‘গণতন্ত্রের উৎসব’ হয়? এ প্রশ্নটি আমার মতো এখন সবারই। প্রকৃতপক্ষে এটি গণতন্ত্রের উৎসব নয়, বরং সংবিধানের দোহাই দিয়ে  প্রহসনমূলক নির্বাচনী খেলার মহা উৎসব। জনাব মাসুদ বিন মোমেন কি প্রমাণ দিতে পারবেন বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচনকে কেউ কখনো ‘গণতন্ত্রের উৎসব’ বলে দাবী করেছেন? ধরা যাক, ২০১৪ সনের নির্বাচন, যেখানে বিনা ভোটে ১৫৩ আসনে নির্বাচনের নির্ধারিত তারিখের পূর্বেই বর্তমান সরকারের দলীয় প্রার্থীরা বিজয়ী ঘোষিত হয়েছে । নির্বাচনের পরে সারা দেশের ভোট কেন্দ্রসমূহের যে চিত্র পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তা দেখে কোনো বিবেকবান কি বলবেন এটি ‘গণতন্ত্রের উৎসব’ মুখর নির্বাচন ছিল? ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গে আসি। এই নির্বাচনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাসের ভিত্তিতে বিএনপিসহ সকল দল নির্বাচনে অংশ নিয়েছিল। দুঃখের বিষয়, ওই নির্বাচনে সাধারণ মানুষের ভোটকেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়নি। ভৌতিক ভোটে অধিকাংশ কেন্দ্রের ভোটের বাক্স দুপুরের মধ্যে পূর্ণ হয়েছে। এ তথ্যটি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি অনস্বীকার্য সত্য হিসেবে প্রতিষ্ঠিত। ওই নির্বাচনে সরকারের অনুগত বিরোধীদলসমূহ ও হাত পাখা মার্কা ছাড়া বিএনপি প্রার্থী ও তার সমর্থকরা কোন আসনেই নির্বিঘ্নে ভোটের প্রচারকার্য চালাতে পারেনি, সর্বত্রই সরকারি দলের হামলার শিকার হয়েছে নির্বাচনের প্রার্থী ও সমর্থকরা, মিথ্যা অভিযোগে পুলিশি গ্রেপ্তারের সম্মুখীন হয়েছে, ভোটকেন্দ্রে তাদের এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে, নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। নির্বাচনের দিনে বিরোধী দলকে প্রায় সবগুলো আসনে পরিস্থিতির আলোকে নির্বাচন বয়কট করতে হয়েছে। এ সত্য আজ এদেশের সকল মানুষের জানা। এ সবের আলোকে বৃহৎ বিরোধী দলবিহীন আগামী নির্বাচন যে গণতন্ত্রের উৎসব হবে একজন সরকারি আমলা হয়ে জনাব মাসুদ সাহেব কিভাবে নিশ্চয়তা দিতে পারেন?

সংলাপ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জনাব মাসুদ বলেছেন ‘আমি রাজনীতিক নই, তবে মনে হয় সংলাপের সময় পেরিয়ে গেছে, এখন আর সংলাপের কোনো সম্ভবনা আছে বলে মনে হয় না। কিন্তু তিনি যা বলেছেন এ ধরনের বক্তব্য ক্ষমতাসীনদের প্রথম সারির অনেক নেতাই দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী যেহেতু রাজনৈতিক প্রতিনিধি তিনি এ ধরণের বক্তব্য দিলে মানায়। আমরা মনে করি একটি সমস্যা গ্রস্ত রাজনীতিক পরিস্থিতিতে কখনই সংলাপের সময় শেষ হয় না। কারণ দেশটি কোনো দলের একার নয়, রাজনীতিক সমস্যা সৃষ্টি হওয়া স্বাভাবিক, গণতান্ত্রিক অধিকার চর্চায় ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয়ার অধিকার প্রতিটি রাজনীতিক দল তথা সাধারণ মানুষের রয়েছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সমাধানের পথ খুঁজতে হবে। স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে একক সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার মাধ্যমে কখনই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না বরং গণতন্ত্রের মৃত্যু ঘটে। বাংলাদেশে ২০১৪ সাল থেকে ক্ষমতাসীনদের এ ধরনের একতরফা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের কবর রচিত হয়েছে। আগামীতেও তা ঘটতে যাচ্ছে। এ অবস্থার অবসান সকলেরই কাম্য।

ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status