ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

গাজার সবচেয়ে বড় হাসপাতালের নিচে ৫৫ মিটার গভীর সুড়ঙ্গের খোঁজ

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২০ নভেম্বর ২০২৩, সোমবার, ১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩১ অপরাহ্ন

mzamin

হামাস গাজাজুড়ে তাদের শত শত কিলোমিটারের অনেক গোপন সুড়ঙ্গ, বাংকারের কথা স্বীকার করলেও হাসপাতালের মতো জায়গায় তাদের কোনো সুড়ঙ্গ নেই বলে বারবারই দাবি করে আসছে। কিন্তু ইসরাইল একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে গাজা স্ট্রিপের বৃহত্তম হাসপাতালের নিচে ফিলিস্তিনি অপারেটরদের দ্বারা খনন করা একটি দীর্ঘ টানেল। ৫৫ মিটার লম্বা ঐ সুড়ঙ্গের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরাইল। সুড়ঙ্গটি ১০ মিটার গভীর এবং এটিতে বিস্ফোরণরোধী দরজাও রয়েছে। ফিলিস্তিনি ছিটমহল জুড়ে শত শত কিলোমিটার গোপন সুড়ঙ্গ, বাংকার এবং অ্যাক্সেস শ্যাফ্টের নেটওয়ার্ক রয়েছে বলে স্বীকার করেও, হামাস অস্বীকার করেছে যে এগুলো হাসপাতালের মতো বেসামরিক অবকাঠামোতে অবস্থিত। একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে সুড়ঙ্গে খিলানযুক্ত কংক্রিটের ছাদ সহ একটি  ধূসর রঙের দরজা দেখা গেছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলেছে, এই সুড়ঙ্গই প্রমাণ করে হাসপাতাল চত্বরে অনেক ভবনই হামাস তাদের কর্মকাণ্ড আড়াল করার জন্য ব্যবহার করে। এই ধরনের দরজা হামাস যোদ্ধাগোষ্ঠী  ইসরাইলি বাহিনীকে কমান্ড সেন্টার এবং হামাসের অন্তর্গত ভূগর্ভস্থ সম্পদে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য ব্যবহার করে। এর আগে ঠিক একইভাবে গাজার এক মসজিদের নিচে হামাসের গোপন আস্তানার সন্ধান পায় ইসরাইল। এই বিষয়ে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, ইসরাইলি সেনার দুটি ইউনিট মসজিদের নিচে হামাসের সুড়ঙ্গ পথ খুঁজে পেয়েছে। ২৭ অক্টোবর থেকে গাজার ভূখণ্ডে ঢুকে অভিযান চালাচ্ছে ইসরাইল। গুঁড়িয়ে দিচ্ছে একের পর এক হামাসের ঘাঁটি। হামলা চালানো হচ্ছে মাটির নিচেও। জানা গেছে, গোটা গাজা ভূখণ্ড জুড়েই মাটির ৮০ মিটার নিচে ছড়িয়ে রয়েছে হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক, যার ব্যাপ্তি কয়েকশো কিলোমিটার।

সূত্র :  এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status