ভারত
ভারতে আদালতের রায়
১৬ বছর হলেই মুসলিম মেয়েরা বিয়ে করতে পারবেন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ২০ জুন ২০২২, সোমবার, ৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৩ অপরাহ্ন

ভারতে ১৬ বছর বয়স হলেই মুসলিম মেয়েরা বিয়ে করার অধিকার পাবেন। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এই মর্মে একটি রায় দিয়েছে। হাইকোর্টের বিচারপতি যশজিৎ সিং এর বেঞ্চ সম্প্রতি ২১ ও ১৬ বছরের এক মুসলিম তরুণ-তরুণীর বিয়ে নিয়ে মামলায় এই রুলিং দিয়েছে। এই দম্পতি আদালতে অভিযোগ জানায় যে, তাদের বিয়ে বৈধ হলেও দুই পরিবারই সমস্যা সৃষ্টি করছে। পাঠানকোট পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই, তারা আদালতের দ্বারস্থ হয়েছে। বিচারপতি যশোজিৎ সিং সমস্ত দিক বিবেচনা করে জানান, মুসলিম পার্সোনাল ল বোর্ড মুসলিম মেয়েদের বিয়ের নূন্যতম বয়স ১৬ ধার্য করেছে। ১৬ বছর বয়স হলেই কোনো মেয়ে স্বেচ্ছায় বিয়ে করতে পারবে। তিনি পাঠানকোটের এসপিকে নির্দেশ দেন এই দম্পতিকে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা দেয়ার জন্য।
পাঠকের মতামত
সময়োপযোগী আইন, বাংলাদেশেও এই আইন করা দরকার।
it's better to get married than make a illegal or immoral relation.
ভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী হয়েছে। আমাদের দেশেও এ আইন সংশোধন করা অত্যন্ত জরুরি। মাদক রাজ্যে বখাটে দের ভয়ে উপযুক্ত মেয়ে ঘরে থাকলে বাবা মায়ের ঘুম হারাম হয়ে যায়। পত্র পত্রিকায় হর হামেশাই এর নমুনা দখা যায়। সংশ্লিষ্টদের যত দ্রুত সম্ভব বিবেচনায় নেওয়া উচিৎ।
আমাদের দেশে ও এই আইন মানার জন্য অনুরোধ করব