ভারত
বিশ্বের মন্থরতম শহর ঢাকা, পিছিয়ে নেই কলকাতাও
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ১ অক্টোবর ২০২৩, রবিবার, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪২ পূর্বাহ্ন

আমেরিকার একটি রিপোর্টে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিশ্বের মন্থরতম শহর বলে চিহ্নিত করা হয়েছে। গতিমন্থরতার কারণে এই শহরের অর্থনৈতিক অবস্থানও সংকটে পড়ছে বলে রিপোর্টে জানানো হয়েছে।
ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ এই রিপোর্টে কলকাতাকেও মোটামুটি গতিমন্থর শহর হিসেবে চিহ্নিত করেছে। শহরের আয়তনের তুলনায় কলকাতায় রাস্তার পরিমাপ মাত্র সাত শতাংশ। এর ফলে যানবাহনের গতি খুব অল্প। এ কারণে বাণিজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কলকাতা। ঢাকার সংকীর্ণ রাস্তা এবং ধীরে চলা যান রিকশার আধিক্য এই শহরকে গতিমন্থর করে তুলেছে। বাংলাদেশের ঢাকা ছাড়াও ময়মনসিংহ নবম স্থানে এবং চট্টগ্রাম দ্বাদশ স্থানে আছে। তবে, ঢাকা শীর্ষে থাকলেও দুই এবং তিন নম্বর স্থানে আছে নাইজেরিয়ার লেগস এবং ইকেরাউ। ফিলিপাইন্স এর ম্যানিলাও আছে মন্থর শহরের তালিকায়। বিশ্বের ১৫২টি দেশের ১২০০ শহরের ওপর এই সমীক্ষা চালানো হয়। গতিমন্থরতার পাশাপাশি গতিশীল শহরগুলির রিপোর্টও আছে এই সমীক্ষায়। বিশ্বের ১০০ গতিশীল শহরের মধ্যে ৮৬টিই আমেরিকার।