ভারত
ভারতে সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন প্রয়াত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৩:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৯ অপরাহ্ন

ভারতে সবুজ বিপ্লবের জনক ড. এম এস স্বামীনাথন প্রয়াত হয়েছেন। কৃষিজ গবেষণার ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী ছিলেন স্বামীনাথন। বয়েস হয়েছিল আটানব্বই। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। এম এস স্বামীনাথনের থিওরি বাংলাদেশসহ বহু দেশে অনুসৃত হয়। তিনি রেখে গেলেন তাঁর তিন কৃতি কন্যাকে। তাঁর প্রথম কন্যা ড. সৌম্য স্বামীনাথন। কোভিড এর সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-এর চিফ সায়েন্টিস্ট হিসেবে এই নামটি সবার চেনা। দ্বিতীয় মেয়ে মধুরা অর্থনীতির বিশেষজ্ঞ। তৃতীয় মেয়ে নিত্য আঙ্গিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। এম এস স্বামীনাথনের থিওরি ও কৃষি ক্ষেত্রে জলবায়ুর প্রভাব সম্পর্কিত গবেষণা আজও পথিকৃৎ হয়ে আছে। পরিবার সূত্রে জানা যায় আজ বেলা সোয়া এগারোটা নাগাদ তাঁর জীবনাবসান ঘটে।