ভারত
বিশ্বকাপে বাংলাদেশের টেকনিকাল কন্সালটেন্ট হলেন শ্রীধরণ শ্রীরাম
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৯ পূর্বাহ্ন
সাবেক ভারতীয় আলরাউন্ডার শ্রীধরণ শ্রীরামকে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের টেকনিকাল কন্সালটেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রীধরণ গুয়াহাটিতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ দলটি ৭ই অক্টোবর ধরমশালায় আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচটি খেলার আগে গুয়াহাটিতে দুটি ওয়ার্ম আপ ম্যাচে অংশ নেবে। শ্রীলঙ্কা ও ইংল্যান্ড এর বিরুদ্ধে যথাক্রমে ২৯শে সেপ্টেম্বর এবং ২রা অক্টোবর এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলটি ঢাকা থেকে কলকাতা হয়ে গুয়াহাটি যাবে। শ্রীধরণের যোগদানে বাংলাদেশ দল উপকৃত হবে বলে ধারণা বাংলাদেশের ক্রিকেট কর্তাদের। কারণ ভারতের উইকেট এবং মাঠ সম্পর্কে শ্রীধরণের ধারণা আছে বলেই মনে করছেন তারা।