ভারত
বাংলাদেশি তরুণী সোনিয়া আখতার কী পাকিস্তানি সীমা হায়দার হতে চলেছেন?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৯ অপরাহ্ন

পাকিস্তানি তরুণী সীমা হায়দারের কাহিনি এখন লোকের মুখে মুখে। প্রেমের টানে বিবাহিতা সীমা ভারতে চলে এসেছেন এবং হিন্দু তরুণকে বিয়ে করেছেন। এই কাহিনি প্রায় কিংবদন্তীর পর্যায়ে। কিন্তু ক’জন খবর রাখে বাংলাদেশি তরুণী সোনিয়া আখতারের কথা? গত ১০ দিন নয়ডার রাস্তায় রাস্তায় সোনিয়া মাথা খুঁড়ে খুঁজছেন তার প্রেমিক স্বামী সৌরভ কান্তি তেওয়ারিকে। কিন্তু এখনও খুঁজে পাননি সৌরভকে। বাংলাদেশে একইসঙ্গে কাজ করতেন সৌরভ ও সোনিয়া। তিনবছর কাজের ফাঁকে চলে মন দেয়া-নেয়ার পালা। সৌরভ সোনিয়াকে বিয়ে করেন। তাদের একটি সন্তানও জন্ম নেয়। সৌরভ সোনিয়াকে বিয়ে করার জন্য ধর্মও বদলেছিলেন। তারপর সৌরভ একদিন সোনিয়াকে জানান, পারিবারিক বিশেষ প্রয়োজনে তাকে ক’দিনের জন্যে নয়ডা যেতে হচ্ছে। কিন্তু আর তিনি ফিরে আসেননি। তার মোবাইলও বন্ধ হয়ে যায়। সোনিয়া আখতার হাসির খোরাক হন এলাকায়। সবাই বলেন, সৌরভ তার সঙ্গে প্রতারণা করেছেন। এরপর সোনিয়া আর অপেক্ষা করেননি। সন্তানকে বুকে নিয়েই তিনি সৌরভ এর খোঁজে নয়ডা চলে এসেছেন। নয়ডা পুলিশের কাছে বিধিবদ্ধ অভিযোগও জানানো হয়েছে।