অনলাইন
ম্যানহাটানের রাস্তায় নামলেন প্রায় ৭৫ হাজার জলবায়ু কর্মী
মানবজমিন ডিজিটাল
(৬ দিন আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৪৩ পূর্বাহ্ন

জাতিসংঘের সাধারণ পরিষদের আগে হাজার হাজার বিক্ষোভকারী "জলবায়ু সপ্তাহ" পালনের উদ্দেশে নিউইয়র্কের মিডটাউন, ম্যানহাটনের রাস্তায় নামলেন। প্রেসিডেন্ট জো বাইডেন এবং বিশ্ব নেতাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার আহ্বান জানান তাঁরা। কুচকাওয়াজ, কনসার্ট এবং ড্রাম বাজানোর সাথে সাথে তারা স্লোগান তোলেন "জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করুন", "জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করুন। "মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া রাষ্ট্রসংঘের সম্মেলন ঘিরে ‘ক্লাইমেট গ্রুপ’ সারাবিশ্বে সপ্তাহব্যাপী ৫০০’র বেশি বিক্ষোভের পরিকল্পনা করেছে। আমেরিকা, জার্মানি, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ ৫৪ দেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হবে। রবিবারের বিক্ষোভটি তার সূচনা ছিল। সারাবিশ্বের প্রায় ৭০০ সংগঠনের কর্মীরাও বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন। বিক্ষোভের আয়োজকরা বিশ্বব্যাপী এক মিলিয়নেরও বেশি লোকের অংশগ্রহণের আশা করছেন। সবুজ পরিকাঠামো নির্মাণ ও ক্লিন এনার্জি খাতে প্রচুর অর্থ বরাদ্দ দিলেও জীবাশ্ম জ্বালানির উপর আমেরিকার নির্ভরতা কমাতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যথেষ্ট পদক্ষেপ নেননি বলে মনে করেন অনেক সমালোচক।
১৭ বছর বয়সি মার্কিন বিক্ষোভকারী এমা বারেত্তা মার্কিন নেতৃবৃন্দদের উদ্দেশে বলেন, “ আপনারা যদি ২০২৪ সালের নির্বাচনে জিততে চান, আপনারা যদি আমাদের প্রজন্মের রক্ত আপনাদের হাতে দেখতে না চান, তাহলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করুন।” অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট তথাকথিত গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্বকে উষ্ণ করছে এবং হারিকেন, দাবানল এবং খরার মতো গুরুতর প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করছে। CO2 বা কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাসকে জলবায়ু পরিবর্তন রোধে একটি মূল উপাদান হিসাবে দেখা হয়।
সূত্র : দা প্রিন্ট