খেলা
এশিয়া কাপ ব্যর্থতার পর দুুঃসংবাদ পেলো বাংলাদেশ-পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নেয় বাংলাদেশ। ফাইনালে যেতে পারেনি পাকিস্তানও। মহাদেশীয় টুর্নামেন্টে ব্যর্থতার পর একইসঙ্গে দুঃসংবাদ পেলো বাংলাদেশ-পাকিস্তান। ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই দলেরই হয়েছে অবনমন।
গত ১০ই সেপ্টেম্বর ওয়ানডে র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ করেছিল আইসিসি। সেসময় র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে ছিল বাংলাদেশ। আর অস্ট্রেলিয়ার কাছে শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে যায় পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত নতুন হালনাগাদে বাংলাদেশ-পাকিস্তান উভয় দলই এক ধাপ করে পিছিয়েছে। র্যাঙ্কিংয়ের ৮ম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে তিনে নেমে যাওয়া পাকিস্তানের রেটিং পয়েন্ট ১৫।
এশিয়া কাপের দুই ফাইনালিস্ট দল ভারত ও শ্রীলঙ্কা এক ধাপ করে এগিয়েছে। পাকিস্তানকে টপকে দুইয়ে ওঠা ভারতের রেটিং পয়েন্ট ১১৬।
এশিয়া কাপে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সুপার ফোরে ভারতের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত ৪ ম্যাচ খেলে টাইগাররা মাত্র এক জয় পায়। ছন্দহীন পারফরম্যান্সেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনমন হলো বাংলাদেশের।
এশিয়া কাপের আগে আফগানিস্তানের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে পাকিস্তান। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সেই দ্বিপাক্ষিক সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করে বাবর আজমের নেতৃত্বাধীন দলটি। বিধ্বংসী পারফরম্যান্সের সুবাদে গত ২৮শে আগস্ট অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে তার ১৩ দিনের মাথায় শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে গিয়েছিল ‘ম্যান ইন গ্রিন’রা।