ভারত
শাহরুখ খানের জওয়ান এর সাফল্যের পেছনে আরও একজনের ভূমিকা আছে, কে তিনি?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৩ অপরাহ্ন

শাহরুখ খানের ছবি জওয়ান গোটা বিশ্বে আলোড়ন ফেলা পাঠানকেও হারিয়ে দিয়েছে। তামিল- তেলেগু সংস্করণ সমেত জওয়ান এর বিক্রি প্রথম দিনই ৭৫ কোটি ছোয়ায় সারা বিশ্বে হইচই শুরু হয়েছে। আটলি পরিচালিত এই ছবির জন্যে শাহরুখকে জাতীয় আইকন ঘোষণার দাবিও উঠেছে। অ্যাকশন দৃশ্য তাঁর অভিনয় আকুণ্ঠ তারিফ পেয়েছে। এটা ঠিক নিছক টিম একটি ছবির সাফল্যের পিছনে কাজ করে। কিন্তু টিম ওয়ার্ক ছাড়াও একজনের ভূমিকা শাহরুখের জওয়ান এর সাফল্যের পিছনে কাজ করেছে। তিনি হলেন শাহরুখ এর বডি ডাবল প্রশান্ত ওয়াদলে। ঠিক শাহরুখ এর মতো দেখতে, অ্যাকশন দৃশ্যর বেশিরভাগ মারপিট এর দৃশ্যতে আটলি এই প্রশান্ত ওয়াদলে কে ব্যবহার করেছেন। ১৭ বছর শাহরুখর বডি ডাবল এর ভূমিকায় অভিনয় করছেন প্রশান্ত। পাঠান সহ এই সতেরো বছরে শাহরুখর সব হিট ছবির পিছনে ছিলেন এই প্রশান্ত। শাহরুখ কে ভালোবাসেন নিজের দাদার মতোই। বলিউড এ শাহরুখর এই হামসকল কে সবাই জুনিয়র শাহরুখ বলেই ডেকে থাকেন শাহরুখ এর সঙ্গে থাকতে থাকতে কিং খান এর মানারিজম সবটাই আয়ত্ত করে নিয়েছেন প্রশান্ত ওয়াদলে। এমনকি কথাও বলেন তুতলে তুতলে। জওয়ান এর সাফল্যে তাই শাহরুখ এর মতো প্রশান্ত ওয়াদলের অবদান অপরিসীম।