ভারত
চিরতরে স্তব্ধ হয়ে গেল ইসরোর সেই কণ্ঠ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

টেন... নাইন... এইট... সেভেন…। ইসরোর যে কোনও উৎক্ষেপণে কাউন্টডাউন দিতেন তিনিই। ২৩ আগস্ট ভারতের চন্দ্রযান উৎক্ষেপণে সারা দুনিয়া তার কণ্ঠস্বরই শুনেছে। সেই সঙ্গে সুললিত কণ্ঠে ধারা বর্ণনা। তার জীবনের কাউন্টডাউন যে অলক্ষ্যে বসে একজন দিচ্ছেন তা বোঝেননি ৬৪ বছরের বিজ্ঞানী ভালারমতি। শনিবার চেন্নাইয়ে আকস্মিক হৃদরোগে মৃত্যু হয় তার। অসুস্থ বলে সূর্য যাত্রার কাউন্টডাউন তিনি দিতে পারেননি। সেই আফসোস তার ছিল। ভারতের সূর্য মিশন আকাশে ডানা মেলার পরপরই চলে গেল ইসরোর সেই গোল্ডেন ভয়েস।
ইসরোর বিজ্ঞানীরা আফসোস করছেন সেই অসাধারণ কাউন্টডাউন শুনতে পাবেন না বলে। তামিলনাড়ুর আরাআলু গ্রামে জন্ম নেন ভালারমতি ১৯৫৯ সালে। অবসরের পরও এই নারী কাজ করছিলেন তার অধ্যাবসায়ের জোরে এক্সটেনশনে। বিজ্ঞানীদের আফসোস, ভালারমতি ম্যাডামের কণ্ঠস্বর আর শোনা যাবে না। আর কেউ বলবে না... নটি বয়, ইটস নট দ্যাট ওয়ে...