ভারত
মুম্বাই বৈঠকে ইন্ডিয়ার কো-অর্ডিনেশন কমিটি, আহ্বায়ক, লোগো ঠিক করা হবে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৩, রবিবার, ১১:৫৯ পূর্বাহ্ন
ইন্ডিয়া জোটের ৩১শে আগস্ট ও পয়লা সেপ্টেম্বরের বৈঠকে ১১ জনের কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হবে। সব দলকেই তাদের প্রতিনিধিদের নাম দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিরোধী জোট একজন আহ্বায়কও নির্ধারণ করবে মুম্বাই বৈঠকে। এই আহ্বায়কের আসনে বসার সম্ভাবনা জোটের প্রস্তাবক, বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দল ইউনাইটেডের সভাপতি নীতিশ কুমারের। সর্বসম্মতি ক্রমেই এই মনোনয়ন হওয়ার সম্ভাবনা। এই বৈঠকে ইন্ডিয়া জোটের একটি লোগো নির্ধারিত হতে পারে। এমন একটি লোগো বাছা হবে যার দ্বারা বিজেপি বিরোধিতা সার্বিকভাবে বোঝা যাবে। মুম্বাই এর বৈঠক মহারাষ্ট্র আগধি পার্টি, শিব সেনা ( উদ্ধব ঠাকরে গোষ্ঠী), এনসিপি ও কংগ্রেস সংগঠন করছে। সর্বভারতীয় নেতারা আসবেন তাই ব্যবস্থা পর্যালোচনা করার জন্য চার পার্টি সম্প্রতি একটি বৈঠকে বসেছিল। এনসিপি সভাপতি শরদ পাওয়ারকে ভাঙিয়ে নিতে বদ্ধপরিকর বিজেপি। শরদ পাওয়ার অবশ্য এনসিপির সমাবেশে বিজেপি বিরোধী বক্তব্যই রাখছেন। মোদির বিরুদ্ধে কে হবে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ? এই বৈঠকে তা নির্ধারিত না হলেও একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।